ইবিতে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর ট্রেনিং রুমে দুই দিনব্যাপী কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর এই কমর্শালার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি স্টাফদের নিয়ে ওয়াকর্শপ অন ডিজিটাল লাইব্রেরি অ্যান্ড সাভিের্সস শীষর্ক এ কমর্শালা অনুষ্ঠিত হয়েছে। কমর্শালায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. এ কে এম আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা। কমর্শালায় রিসোসর্ পারসন ছিলেন চিটাগাং ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. হাবিবুর রহমান। কমর্শালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক (ভার) মু আতাউর রহমানসহ লাইব্রেরির সকল স্তরের কমর্কতার্।