বই নিয়ে ভোগান্তি

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
কাপাসিয়া উপজেলাতে প্রাথমিক বিদ্যালয় ১৭৯টি, উচ্চ বিদ্যালয় ৭০টি, মাদ্রাসা ৪১টি, কলেজ ১২টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ের জন্য প্রয়োজন বেশ কয়েকটি লাইব্রেরি। শিক্ষাথীের্দর বই ক্রয় নিয়ে পড়তে হয় নানা ধরনের ভোগান্তির। কাপাসিয়া বাজারে ৮-১০টি লাইব্রেরি থাকলেই তাতে খাতা, কলাম ছাড়া নেই কোনো প্রকার পাঠ্যবই। আর যে সব লাইব্রেরিতে পাঠ্যবই রয়েছে তারা নানান ধরনের ফন্দি পেতে বই বিক্রি করে যাচ্ছে। বিভিন্ন কলেজ থেকে বই কেনার জন্য শিক্ষাথীের্দর হাতে নতুন বইয়ের নামে গত বছরের পুরনো বই ধরিয়ে দেয়া হয়। পরবতীের্ত কলেজে গিয়ে যখন অন্যান্য শিক্ষাথীর্র বইয়ের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া না যায় তখন পুনরায় বই পরিবতের্নর জন্য লাইব্রেরিতে আসলে বই পরিবতর্ন তো দূরের কথা নানান ধরনের অপ্রত্যাশিত প্রশ্নের সম্মুখীন হতে হয়। বিভিন্ন তকর্-বিতকের্র মাধ্যমে প্রশ্নের জবাব দেওয়ার পর পুরনো বই ফেরত দিয়ে নতুন বই নেওয়ার সময় গুনতে হয় আরও বাড়তি কিছু টাকা। শিক্ষাথীের্দর এ ধরনের ভোগান্তি থেকে মুক্তির জন্য প্রয়োজন লাইব্রেরি সংখ্যা বৃদ্ধি করা এবং প্রত্যেক কলেজে লাইব্রেরি গড়ে তোলা। মাসুমা রহমান শিক্ষাথীর্, কাপাসিয়া, গাজীপুর