প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায়Ñ

প্রকাশ | ০৩ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ১৬৮। কাঠ পোড়ানোর সময় অক্সিজেনের অভাব হলে বায়ুর Ñ উপাদান উৎপন্ন হয়। উত্তর : কাবর্ন মনোক্সাইড ১৬৯। মোটরগাড়ি Ñ দূষিত করে। উত্তর : বায়ু ১৭০। ভাত শরীরে Ñ উৎপাদনে ভ‚মিকা রাখে। উত্তর : শক্তি ১৭১। পানি ও বায়ু হলো Ñ। উত্তর : পদাথর্ ১৭২। বালু ও লোহার গুঁড়োর মিশ্রণ থেকে তুমি Ñ দিয়ে লোহার গুঁড়োকে আলাদা করবে। উত্তর : চুম্বক দÐ ১৭৩। বেশি ভিটামিন ও মিনারেল পাওয়া যায় Ñ। উত্তর : ফল ও সবজিতে ১৭৪। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রæত তথ্য বা সংবাদ পাঠাতে ব্যবহার করা হয় Ñ। উত্তর : ইন্টারনেট ১৭৫। পাওয়ার টিলার Ñ ক্ষেত্রের প্রযুক্তি। উত্তর : কৃষি ১৭৬। দিন ও রাতের দৈঘর্্য Ñ দ্বারা প্রভাবিত নয়। উত্তর : প্রযুক্তির ১৭৭। তুমি তোমার এলাকার মানুষকে Ñ রঙের নলক‚পের পানি পান করতে নিষেধ করবে। উত্তর : লাল ১৭৮। অনেক তথ্য অল্প জায়গায় ও সহজে বহন করার জন্য ব্যবহার করা হয় Ñ। উত্তর : পেনড্রাইভ ১৭৯। কাশফুল ফোটে Ñ ঋতুতে। উত্তর : শরৎ ১৮০। কমলালেবু Ñ ফল। উত্তর : শীতকালীন ১৮১। মাছ Ñ সাহায্যে শ্বাসকাযর্ চালায়। উত্তর : ফুলকার ১৮২। সামুদ্রিক মাছে Ñ প্রচুর পরিমাণে পাওয়া যায়। উত্তর : আয়োডিন ১৮৩। মানুষের দেহ Ñ পরিবাহী। উত্তর : বিদ্যুৎ ১৮৪। পঁাচড়া Ñ রোগ। উত্তর : ছেঁায়াচে ১৮৫। বিষধর সাপের বিষদঁাত থাকে Ñ টি। উত্তর : দুই