জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ১। ২, ৪, ৬, ৮, ১০, ... ... প্যাটানের্র মৌলিক সংখ্যা কয়টি? ক. ০টি খ. ১টি গ. ২টি ঘ. ৩টি সঠিক উত্তর : খ. ১টি ২। ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা কত? ক. ১৫ খ. ৩৪ গ. ৫০ ঘ. ৬৫ সঠিক উত্তর : ঘ. ৬৫ ৩। ১ ঘনমিটার = কত লিটার? ক. ১০০০ লিটার খ. ১০০ লিটার গ. ১০ লিটার ঘ. ১ লিটার সঠিক উত্তর : ক. ১০০০ লিটার ৪। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩ সঠিক উত্তর : গ. ২ ৫। প্রতিবছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কী বলা হয়? ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন সঠিক উত্তর : গ. চক্রবৃদ্ধি মুনাফা ৬। বাষির্ক মুনাফার হার ১০% হলে কত বছরে চ টাকা মুনাফা-আসলে দ্বিগুণ হবে? ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০ সঠিক উত্তর : খ. ১০ ৭। শতকরা বাষির্ক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে? ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০% সঠিক উত্তর : খ. ১০% ৮। ইরাটোস্থিনিস ছঁাকনির সাহায্যে কোন ধরনের সংখ্যা বাছাই করা হয়? ক. মৌলিক সংখ্যা খ. স্বাভাবিক সংখ্যা গ. মূল সংখ্যা ঘ. পূণর্ সংখ্যা সঠিক উত্তর : ক. মৌলিক সংখ্যা ৯। কাঠি দিয়ে ও, ঠ, ঘ বণর্মালার প্যাটানর্ তৈরি করা হলে পরবতীর্ বণর্মালাটি কী হবে? ক. ক খ. খ গ. ড ঘ. ঞ সঠিক উত্তর : গ. ড ১০। বাষির্ক শতকরা কত মুনাফায় কোনো মূলধন ৮ বছরে মুনাফা-মূলধনে দ্বিগুণ হবে? ক. ৫% খ. ১০% গ. ১২.৫% ঘ. ১৫% সঠিক উত্তর : গ. ১২.৫% ১১। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধিমূলকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? ক. চ খ. অ গ. ঈ ঘ. ৎ সঠিক উত্তর : গ. ঈ ১২। ৫% মুনাফায় ৩৬০ টাকার কত বছরের মুনাফা ১৮০ টাকা হবে? ক. ২০ খ. ১৩ গ. ১২ ঘ. ১০ সঠিক উত্তর : ঘ. ১০ ১৩। নিচের কোন সংখ্যাটিকে একাধিক উপায়ে দুটি বগের্র সমষ্টিরূপে প্রকাশ করা যায়? ক. ৮ খ. ১০ গ. ৫০ ঘ. ১৬৯ সঠিক উত্তর : গ. ৫০ ১৪। কোন শতাব্দীতে পরিমাপের আন্তজাির্তক পদ্ধতির প্রবতর্ন হয়? ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ সঠিক উত্তর : গ. অষ্টাদশ ১৫। ২, ৪, ৮, ১৪, ২২, ... ... তালিকার পরবতীর্ সংখ্যাটি কত? ক. ৩২ খ. ৩৪ গ. ৩ ঘ. ৪০ সঠিক উত্তর : ক. ৩২ ১৬। একটি ঘনবস্তুর দৈঘ্যর্ ১ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা ১ মিটার হলে আয়তন কত? ক. ১ মিটার খ. ১ বগির্মটার গ. ১ ঘনমিটার ঘ. ৩ ঘনমিটার সঠিক উত্তর : গ. ১ ঘনমিটার ১৭। একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০০ বগর্ সে.মি. এবং উচ্চতা ২৫ সে.মি. হলে ভূমির দৈঘ্যর্ কত? ক. ১০ সে.মি. খ. ২০ সে.মি. গ. ৩০ সে.মি. ঘ. ৪০ সে.মি. সঠিক উত্তর : ঘ. ৪০ সে.মি. ১৮। ৩৬০০ টাকায় ক্রয় করে কোনো দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? ক. ৫০০০ টাকা খ. ৫৪০০ টাকা গ. ৫০২০ টাকা ঘ. ৫০৪০ টাকা সঠিক উত্তর : ঘ. ৫০৪০ টাকা ১৯। ১ ইঞ্চি = কত সে.মি.? ক. ২.৫৪ সে.মি. খ. ৪.২৫ সে.মি. গ. ৫.৪২ সে.মি. ঘ. ২৫.৪ সে.মি. সঠিক উত্তর : ক. ২.৫৪ সে.মি. ২০। একটি পেনসিল ১০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে সেটির বিক্রয় মূল্য কত হবে? ক. ১১ টাকা খ. ১২ টাকা গ. ১৫ টাকা ঘ. ২০ টাকা সঠিক উত্তর : ক. ১১ টাকা ২১। শতকরা বাষির্ক কত হার মুনাফায় ৭০০ টাকার ৩ বছরের মুনাফা ৮৪ টাকা হবে? ক. ১% খ. ২% গ. ৩% ঘ. ৪% সঠিক উত্তর : ঘ. ৪% ২২। একটি শাটর্ ১৫% ক্ষতিতে ৮৫০ টাকায় বিক্রয় করা হলো। এর ক্রয়মূল্য কত? ক. ১২৫০ টাকা খ. ১১০০ টাকা গ. ১০০০ টাকা ঘ. ৮০০ টাকা সঠিক উত্তর : গ. ১০০০ টাকা