সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। শব্দ গঠন ২৭। ‘নিলাজ’ শব্দটির ‘নি’ কোন প্রকার উপসগর্? ক. বাংলা খ. সংস্কৃত গ. আরবি ঘ. ফারসি সঠিক উত্তর: ক. বাংলা ২৮। খঁাটি বাংলা উপসগর্ কয়টি? ক. ২১টি খ. ২২টি গ. ২৩টি ঘ. ২৯টি সঠিক উত্তর: ক. ২১টি ২৯। বাংলা ভাষায় কয় প্রকার উপসগর্ আছে? ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. পঁাচ প্রকার সঠিক উত্তর: খ. তিন প্রকার ৩০। তৎসম উপসগের্র অন্য নাম কী? ক. বাংলা উপসগর্ খ. সংস্কৃত উপসগর্ গ. দেশি উপসগর্ ঘ. বিদেশি উপসগর্ সঠিক উত্তর: খ. সংস্কৃত উপসগর্ ৩১। সংস্কৃত উপসগর্ মোট কয়টি? ক. ১৭টি খ. ১৮টি গ. ১৯টি ঘ. ২০টি সঠিক উত্তর: ঘ. ২০টি ৩২। ‘পাতি’ কোন প্রকারের উপসগর্? ক. তৎসম খ. খঁাটি বাংলা গ. সংস্কৃত ঘ. বিদেশি সঠিক উত্তর: খ. খঁাটি বাংলা ৩৩। ‘অজানা’ শব্দটি কোন উপসগর্জাত শব্দ? ক. খঁাটি বাংলা খ. তৎসম গ. বিদেশি ঘ. সবকটি সঠিক উত্তর: ক. খঁাটি বাংলা ৩৪। তৎসম উপসগর্ কোনটি? ক. অজ খ. গর গ. পরা ঘ. পাতি সঠিক উত্তর: গ. পরা ৩৫। খঁাটি বাংলা উপসগর্ কোনটি? ক. প্র খ. রাম গ. কম ঘ. কার সঠিক উত্তর: খ. রাম