চবিতে সুবণর্জয়ন্তী কাল

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগের ৫০ বছরপূতির্ উদযাপিত হবে ৫ নভেম্বর। এদিন স্বল্প পরিসরে সুবণর্জয়ন্তী উদযাপন করা হবে। আগামী বছর ফেব্রæয়ারির মাঝামাঝিতে বড় পরিসরে মূল অনুষ্ঠান করা হবে। ১ নভেম্বর রাজনীতি বিজ্ঞান বিভাগে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুবণর্জয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনীতি বিজ্ঞান বিভাগের বতর্মান শিক্ষাথীের্দর অংশগ্রহণে ৫ নভেম্বর প্রাথমিক পাযাের্য়র সুবণর্জয়ন্তী উদযাপন করা হবে। এতে প্রাক্তন শিক্ষাথীের্দর রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে না। যদি কেউ চায় অংশগ্রহণ করতে পারবে। পরে ফেব্রæয়ারির মঝামাঝি সময়ে অনুষ্ঠিত দ্বিতীয় পযাের্য়র মূল পবের্র সুবণর্জয়ন্তী উৎসবে রেজিস্ট্রেশনের মাধ্যমে বতর্মান ও প্রাক্তন উভয় শিক্ষাথীর্রা অংশগ্রহণ করতে পারবে। এতে আরও জানানো হয়, ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রথম পযাের্য়র এই সুবণর্জয়ন্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী, প্রো-ভিসি প্রফেসর ড. শিরীণ আখতার। প্রথম পবের্র এই অনুষ্ঠান সকাল ১০টায় র?্যালির মধ্য দিয়ে শুরু হয়ে পরে কেক কেটে সুবণর্জয়ন্তী উদযাপন করা হবে। এরপর আলোচনা সভার আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুবণর্জয়ন্তী উদযাপন কমিটির আহŸায়ক ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, যুগ্ম আহŸায়ক ও সমন্বয়কারী প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব এজি এম নিয়াজ উদ্দিন, ট্রেজারার মো. বখতেয়ার উদ্দিনসহ বিভাগের শিক্ষকরা।