জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : মীর মশারফ হোসেন (১৮৪৭-১৯১২) এর প্রহসনের নাম কী কী? উত্তর : এর উপায় কী ( ১৮৭৫), ভাই, ভাই এই তো চাই (১৮৯৯), ফঁাস কাগজ, একি (১৮৯৯)। প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)-এর প্রহসনের নাম কী কী? উত্তর : বৈকণ্ঠের খাতা (১৮৯৭), ব্যঙ্গ কৌতুক (১৯০৭), হাস্য কৌতুক ( ১৯০৭), চিরকুমার সভা (১৯২৬), শেষ রক্ষা ( ১৯২৮)। প্রশ্ন : দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩)-এর প্রহসনের নাম কী কী? উত্তর : সধবার একাদশী (১৮৬৬), বিয়ে পাগলা বুড়ো (১৮৬৬), জামাই বারিক (১৮৭২)। প্রশ্ন : বাংলাদেশের সবির্নম্ন বৃষ্টিপাত কোন স্থানে হয়? উত্তর : নাটোরের লালপুরে । প্রশ্ন : বাংলাদেশের সবোর্চ্চ বৃষ্টিপাত কোন স্থানে হয়? উত্তর : সিলেটের লালখানে ।