জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি গণিত

১ ফুট = কত ইঞ্চি?

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ২৩। শুধু মুনাফা বলতে নিচের কোনটিকে বোঝায়? ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন সঠিক উত্তর : ক. সরল মুনাফা ২৪। ৬ মি. ৮ ডেসি মি. ৭ সে.মি. = কত মি.মি.? ক. ৬৮৭ মি.মি. খ. ৬০৮৭ মি.মি. গ. ৬৮৭০ মি.মি. ঘ. ৬৮৭০০ মি.মি. সঠিক উত্তর : গ. ৬৮৭০ মি.মি. ২৫। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ২৪ মিটার এবং উচ্চতা ১৫ মিটার ৫০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত? ক. ৩৭২ বগির্মটার খ. ১৬৪ বগির্মটার গ. ১৮৬ বগির্মটার ঘ. ৩৭.৫০ বগির্মটার সঠিক উত্তর : গ. ১৮৬ বগির্মটার ২৬। যে চতুভুের্জর একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তা- ক. বগর্ খ. আয়ত গ. ট্রাপিজিয়াম ঘ. রম্বস সঠিক উত্তর : গ. ট্রাপিজিয়াম ২৭। একটি ঘরের দৈঘ্যর্ ৩০ মিটার এবং প্রস্থ ২০ মিটার ১৫ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত? ক. ৬০৪৫ বগির্মটার খ. ৬০৪.৫ বগির্মটার গ. ৬০.৪৫ বগির্মটার ঘ. ৫০.১৫ বগির্মটার সঠিক উত্তর : খ. ৬০৪.৫ বগির্মটার ২৮। সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক? ক. চারবাহুসমান খ. চার কোণসমান গ. বিপরীত কোন সমান ঘ. কণর্দ্বয় সমান সঠিক উত্তর : গ. বিপরীত কোন সমান ২৯। কোনো সংখ্যার ৫ গুণের থেকে ১০ বিয়োগকরলে সংখ্যাটি ৪৫ হবে ? ক. ৭ খ. ১১ গ. ১৫ ঘ. ১৮ সঠিক উত্তর : খ. ১১ ৩০। ১ একক দৈঘের্্যর বাহুবিশিষ্ট একটি বগার্কার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক. ১ একক খ. ১ বগর্ একক গ. ২ একক ঘ. ২ বগর্ একক সঠিক উত্তর : খ. ১ বগর্ একক ৩১। ১ থেকে ১০০ পযর্ন্ত কয়টি সংখ্যাকে দুটি বগের্র সমষ্টিরূপে প্রকাশ করা যায়? ক. ৩৪ খ. ৩৫ গ. ৩৬ ঘ. ৫০ সঠিক উত্তর : খ. ৩৫ ৩২। ১ কুইন্টাল = কত কিলোগ্রাম? ক. ১০ কি.গ্রা. খ. ১০০ কি.গ্রা. গ. ১০০০ কি.গ্রা. ঘ. ১০০০০ কি.গ্রা. সঠিক উত্তর : খ. ১০০ কি.গ্রা. ৩৩। একটি বগার্কার ক্ষেত্রের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত? ক. ৬ বগির্মটার খ. ৯ বগির্মটার গ. ১৮ বগির্মটার ঘ. ৮১ বগির্মটার সঠিক উত্তর : ঘ. ৮১ বগির্মটার ৩৪। একটি চতুভুর্জ অঁাকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন ? ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি সঠিক উত্তর : গ. ৫টি ৩৫। একটি বাক্সের দৈঘর্্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১ মিটার হলে এর আয়তন কত? ক. ২.৫০ মিটার খ. ২.৫০ বগির্মটার গ. ৩.০ বগির্মটার ঘ. ৩.০ ঘনমিটার সঠিক উত্তর : ঘ. ৩.০ ঘনমিটার ৩৬। একটি গাড়ির চাকার পরিধি ৫.২৫ সে.মি.। ৪২ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? ক. ৮০ খ. ৮০০ গ. ৮০০০ ঘ. ৮০০০০ সঠিক উত্তর : খ. ৮০০ ৩৭। মনি ও রনির কাছে ৮০০ টাকা আছে। মনির টাকার পরিমাণ রনির টাকার ৩গুণ। রনির চেয়ে মনির কত টাকা বেশি আছে? ক. ৩০০ খ. ৪০০ গ. ৫০০ ঘ. ৬০০ সঠিক উত্তর : খ. ৪০০ ৩৮। একটি বগার্কার ক্ষেত্রের বাহুর দৈঘ্যর্ ১৫ মিটার হলে এর ক্ষেত্রফল কত? ক. ২২৫ মিটার খ. ২২৫ বগির্মটার গ. ২২৫ ঘনমিটার ঘ. ২২৫০০ বগর্ সে.মি. সঠিক উত্তর : খ. ২২৫ বগির্মটার ৩৯। ল্যাটিন ভাষায় মি.লি. অথর্ কী? ক. দশমাংশ খ. শতাংশ গ. সহস্রাংশ ঘ. অযুতাংশ সঠিক উত্তর : গ. সহস্রাংশ ৪০। একটি চতুভুের্জর বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবতীর্ দূরত্বকে কীবলে? ক. মধ্যমা খ. লম্ব গ. কণর্ ঘ. ব্যাস সঠিক উত্তর : গ. কণর্ ৪১। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে র. একটি কোণসমকোণ রর. দুইটি কোণসূক্ষকোণ ররর. একটি কোণ স্থূলকোণ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ৪২। ১ গজ কত ফুট? ক. ২ ফুট খ. ৩ ফুট গ. ৪ ফুট ঘ. ১০ ফুট সঠিক উত্তর : খ. ৩ ফুট ৪৩। ১ ফুট = কত ইঞ্চি? ক. ২ ইঞ্চি খ. ১০ ইঞ্চি গ. ১২ ইঞ্চি ঘ. ১০০ ইঞ্চি সঠিক উত্তর : গ. ১২ ইঞ্চি