নোবিপ্রবিতে জেলহত্যা দিবস

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
যথাযোগ্য মযার্দা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীযের্ নোবিপ্রবিতে জেলহত্যা দিবস পালিত হয়। ৩ নভেম্বর মধ্যরাতে জাতীয় চার নেতাকে যারা হত্যা করেছেন সেসব ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ৩ নভেম্বর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জেলহত্যা দিবস পালন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। দিবস উপলক্ষে শিক্ষক-শিক্ষাথীর্, কমর্কতার্-কমর্চারীরা কালো ব্যাজ ধারণ করে। নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অপর্ণ করেন। এরপর ম্যুরাল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপাচাযর্ প্রফেসর ড. এম অহিদুজ্জামান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সহসভাপতি ড. গাজী মো. মহসিন, অফিসাসর্ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখাপ্রধান, শিক্ষক-শিক্ষাথীর্, কমর্কতার্-কমর্চারীরা উপস্থিত ছিলেন। সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে নোবিপ্রবি শিক্ষক সমিতি ও অফিসাসর্ অ্যাসোসিয়েশনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।