ড্যাফোডিলে ‘আটর্ অব ফ্যালিসিটি’

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে শিক্ষাথীের্দর সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক আয়োজন ‘আট অব ফ্যালিসিটি’ অনুষ্ঠিত হয়েছে। ডিআইইউ কালচারাল ক্লাবের আয়োজনে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকমীর্ লুবনা মরিয়ম। প্রতিযোগিতায় সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ফিডব্যাক ব্যান্ডের গিটারিস্ট লাবু রহমান, জনপ্রিয় নৃত্যশিল্পী চঁাদনী মাহনূর মেহবুবা, নৃত্যশিল্পী লিখন রায় এবং জনপ্রিয় সংগীতশিল্পী জেনিরা আহমেদ ঝিলিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব ও ডিআইইউ কালচারাল ক্লাবের আহŸায়ক অনুজ কুমার চক্রবতীর্। দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় গান বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মীম, নৃত্য বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ঝরা, রিসাইটেশন বিভাগে সাকিব, অভিনয় বিভাগে ঝরা, দ্বৈতনৃত্যে অপু ও সাব্বির, ব্যান্ড গানে বø্যাকলিস্ট এবং অন্যান্য বিভাগে ড্রামস বাজিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভাষা।