জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রতিবছর মূলধনের ওপর মুনাফার হিসাবÑ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। ৪৬। ৫ ক্রমের ম্যাজিক সংখ্যা কত? ক. ১৫ খ. ৩৪ গ. ৫০ ঘ. ৬৫ সঠিক উত্তর : ঘ. ৬৫ ৪৭। প্রতিবছর বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের ওপর যে মুনাফা হিসাব করা হয় তাকে কী বলা হয়? ক. সরল মুনাফা খ. সবৃদ্ধি মূল গ. চক্রবৃদ্ধি মুনাফা ঘ. মূলধন সঠিক উত্তর : গ. চক্রবৃদ্ধি মুনাফা ৪৮। কোন শতাব্দীতে পরিমাপের আন্তজাির্তক পদ্ধতির প্রবতর্ন হয়? ক. ষষ্ঠদশ খ. সপ্তদশ গ. অষ্টাদশ ঘ. ঊনবিংশ সঠিক উত্তর : গ. অষ্টাদশ ৪৯। ১ ইঞ্চি = কত সে.মি.? ক. ২.৫৪ সে.মি. খ. ৪.২৫ সে.মি. গ. ৫.৪২ সে.মি. ঘ. ২৫.৪ সে.মি. সঠিক উত্তর : ক. ২.৫৪ সে.মি. ৫০। একটি সরল সমীকরণে এক ঘাতবিশিষ্ট কয়টি অজ্ঞাত রাশি থাকে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. অসংখ্য সঠিক উত্তর : ক. ১টি ৫১। নিচের কোনটি সরল সমীকরণ? ক. ী-ীু = ০ খ. ীু = ৬ গ. ী২-ু = ৩ ঘ. ২ী+৩ু = ৫ সঠিক উত্তর : ঘ. ২ী+৩ু = ৫ ৫২। কোনো সেটের উপাদান সংখ্যা ৩ হলে তার উপসেটের সংখ্যা কত? ক. ৩ খ. ৬ গ. ৮ ঘ. ৯ সঠিক উত্তর : গ. ৮ ৫৩। একটি রম্বসেরÑ র. প্রতিটি বাহুই সমান রর. কণর্দ্বয় পরস্পর সমান ররর. বিপরীত কোণগুলো পরস্পর সমান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ৫৪। শ্রেণির উচ্চসীমা ও নিম্নসীমার গড়কে কী বলা হয়? ক. শ্রেণিসীমা খ. শ্রেণিব্যাপ্তি গ. শ্রেণি ব্যবধান ঘ. শ্রেণির মধ্যমান সঠিক উত্তর : ঘ. শ্রেণির মধ্যমান ৫৫। তোমার স্কুলের প্রতিটি বেঞ্চের দৈঘ্যর্ প্রস্থের ৮ গুণ। প্রস্থ ৯ ইঞ্চি হলে বেঞ্চের দৈঘ্যর্ কত গজ? ক. ৪ গজ খ. ৩ গজ গ. ২ গজ ঘ. ১ গজ সঠিক উত্তর : গ. ২ গজ ৫৬। ৮, ১২, ১৬, ১৭, ২০ সংখ্যাগুলোর গড় কত ? ক. ১০.৫ খ. ১২.৫ গ. ১৩.৫ ঘ. ১৪.৬ সঠিক উত্তর : ঘ. ১৪.৬