ড্যাফোডিলে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে ১২-১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০১৮। এর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান। বিশ্বের ১৭০টি দেশের সঙ্গে বাংলাদেশেও এ উদ্যোক্তা সপ্তাহ পালিত হবে। ৬ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ৭১ মিলনায়তনে এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীষর্ক আলোচনা সভা, সেমিনার, কমর্শালা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীের্দর অংশগ্রহণে উদ্যোক্তা সম্মেলনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের বিস্তারিত তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর ভারপ্রাপ্ত উপাচাযর্ হামিদুল হক খান ও বাংলাদেশ ওপেন সোসর্ নেটওয়াকের্র সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরও বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টর স্টুডেন্টস অ্যাফেয়াসের্র পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ক্যারিয়ার ডেভলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার।