ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য ৮। সাধারণত মূল কী হতে উৎপন্ন হয়? উত্তর : ভ্রূণমূল হতে ৯। প্রধান মূল থেকে কী উৎপন্ন হয়? উত্তর : শাখা মূল ১০। শাখা মূল থেকে কী উৎপন্ন হয়? উত্তর : প্রশাখা মূল ১১। সাধারণত মানুষ উদ্ভিদের মাটির নিচের অংশকে কী মনে করে? উত্তর : মূল ১২। পাতায় কী তৈরি হয়? উত্তর : খাদ্য ১৩। ফুলে কী কী থাকে? উত্তর : বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় ১৪। বিটপে কী কী থাকে? উত্তর : কান্ড, পাতা, ফুল ও ফল ১৫। ধান, গম, ঘাস প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : একবীজপত্রী উদ্ভিদ ১৬। আম, কাঁঠাল, সরিষা, মরিচ প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : দ্বিবীজপত্রী উদ্ভিদ ১৭। উদ্ভিদের কোন অংশ পাতা ও শাখা-প্রশাখার ভার বহন করে? উত্তর : কান্ড ১৮। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে কী সৃষ্টি করে? উত্তর : ফল ১৯। গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়? উত্তর : ফলে ২০। ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে কোন মূল গঠন করে? উত্তর : প্রধান মূল ২১। মূলটুপির অন্য নাম কী? উত্তর : মূলত্র ২২। মূলটুপি বা মূলত্র কাকে বলে? উত্তর : মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশকে মূলত্র বা মূলটুপি বলে। ২৩। মূলের কাজ কী? উত্তর : আঘাত থেকে মূলকে রক্ষা করা ২৪। মূলের পেছনের মসৃণ অংশটিকে কী বলে? উত্তর : বর্ধিষ্ণু অঞ্চল ২৫। উদ্ভিদ কী দিয়ে পানি শোষণ করে? উত্তর : মূলরোম দিয়ে ২৬। কোথায় মূলের বৃদ্ধি ঘটে? উত্তর : বর্ধিষ্ণু অঞ্চলে ২৭। স্থায়ী অঞ্চল থেকে মূলের কী উৎপন্ন হয়? উত্তর : শাখা ও প্রশাখার ২৮। উৎপত্তি ও অবস্থান অনুযায়ী মূলকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে ২৯। আম, জাম, মরিচ, সরিষা ইত্যাদি উদ্ভিদের মূল কোন ধরনের? উত্তর : স্থানিক মূল ৩০। স্থানিক মূলতন্ত্র গঠিত হয় কী দিয়ে? উত্তর : দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল এবং এর প্রধান শাখা-প্রশাখা নিয়ে স্থানিক মূলতন্ত্র গঠিত হয়। ৩১। স্থানিক মূল কাকে বলে? উত্তর : যে সব উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে সরাসরি মাটির ভিতরে প্রবেশ করে শাখা-প্রশাখা বিস্তার করে সে সব উদ্ভিদের মূলকে স্থানিক মূল বলে। ৩২। অস্থানিক মূল কাকে বলে? উত্তর : যেসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কান্ড ও পাতা থেকে উৎপন্ন হয় তাদের অস্থানিক মূল বলে। ৩৩। অস্থানিক মূল কয় ধরনের? উত্তর : ২ ধরনের ৩৪। গুচ্ছ মূল কাকে বলে? উত্তর : যে সব উদ্ভিদের কান্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে তাদের গুচ্ছ মূল বলে।