ইস্ট ওয়েস্টে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে ‘আইন ও অথর্নীতি নিয়ে আন্তঃবিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মূল বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অথর্নীতি বিভাগের অধ্যাপক ড. এ কে এনামুল হক। ৪ নভেম্বর রাজধানীর আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. ইকবাল খান চৌধুরী। তিনি বলেন, সদ্য যাত্রা শুরু করা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন জনসাধারণের জন্য পণ্যের নায্য দাম নিশ্চিত করতে কাজ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্, অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন লিবারেল আটর্স ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ড. ফৌজিয়া মান্নান এবং স্বাগত ব্যক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারপারসন ড. মো. মাহাতাব উদ্দিন।