প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মহাবিশ্বে রয়েছে অসংখ্যÑ

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ৩৯। মহাবিশ্বের একটি অতি Ñ কণা হলো পৃথিবী। উত্তর : ক্ষুদ্র ৪০। মহাবিশ্বের অধিকাংশ Ñ ফঁাকা। উত্তর : স্থান ৪১। মহাবিশ্বে আমাদের পরিচিত একটি Ñ হলো সৌরজগৎ। উত্তর : জগৎ ৪২। সূযর্ও তার আটটি Ñ নিয়ে এই সৌরজগৎ গঠিত। উত্তর : গ্রহ ৪৩। মহাবিশ্বে রয়েছে অসংখ্য Ñ। উত্তর : নক্ষত্র ৪৪। নক্ষত্র একত্রে ছায়পথ বা Ñ তৈরি করে। উত্তর : গ্যালাক্সি ৪৫। Ñ হচ্ছে আবিষ্কৃত মহাবিশ্বের একমাত্র বাসযোগ্য গ্রহ। উত্তর : পৃথিবী ৪৬। পৃথিবীর একটি Ñ রয়েছে। উত্তর : উপগ্রহ ৪৭। মহাবিশ্ব প্রতিনিয়তই Ñ হচ্ছে। উত্তর : সম্প্রসারিত ৪৮। নতুন গ্রহ নক্ষত্রের খেঁাজে Ñ এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন। উত্তর : বিজ্ঞানীরা ৪৯। সূযর্ একটি উজ্জ্বল Ñ। উত্তর : নক্ষত্র ৫০। পৃথিবীর সঙ্গে Ñ সম্পকর্ অত্যন্ত ঘনিষ্ঠ। উত্তর : সূযের্র ৫১। সূযর্ থেকেই Ñ উৎপত্তি। উত্তর : পৃথিবীর ৫২। সূযের্ কোনো কঠিন বা Ñ পদাথর্ নেই। উত্তর : তরল ৫৩। Ñ খুবই উজ্জ্বল এবং অত্যন্ত উত্তপ্ত। উত্তর : সূযর্ ৫৪। সূযের্র প্রধান Ñ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। উত্তর : উপাদান ৫৫। Ñ কেন্দ্র করেই পৃথিবী নানা ধরনের গতিতে আবতর্ন করে। উত্তর : সূযের্ক ৫৬। সূযর্ থেকেই আমরা আমাদের সব Ñ পাই। উত্তর : শক্তি ৫৭। পৃথিবীতে জীবের উদ্ভব ও বিকাশ সম্ভব হয়েছে Ñ কারণে। উত্তর : সূযের্র ৫৮। Ñ নিজ অক্ষের চারদিকে ঘুরছে। উত্তর : পৃথিবী ৫৯। পৃথিবীর যে অংশ সূযের্র কাছাকাছি থাকে সে অংশ Ñ ও Ñ বেশিক্ষণ ধরে পায়। উত্তর : তাপ, আলো ৬০। পৃথিবীর উত্তর গোলাধের্ Ñ দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট হয়। উত্তর : ২১ জুন ৬১। দক্ষিণ গোলাধের্ দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয় Ñ। উত্তর : ২২ ডিসেম্বর ৬২। সূযের্ক কেন্দ্র করে ঘূণার্য়মান জ্যোতিষ্কমÐলীকে একত্রে Ñ বলে। উত্তর : সৌরজগৎ ৬৩। Ñ সূযের্র নিকটতম গ্রহ। উত্তর : বুধ