শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
  ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

মমতাদি

১। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?

\হক) প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায়

\হখ) প্রদোষ কুমার বন্দ্যোপাধ্যায়

\হগ) প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায়

\হঘ) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

উত্তর : ঘ) প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়

২। কাজের জন্য মমতাদির আবেদন কিরূপ ছিল?

ক) সসংকোচ

খ) নিঃসংকোচ

গ) লজ্জা জড়িত

ঘ) বিনীত

উত্তর : খ) নিঃসংকোচ

৩। মমতাদির বয়স কত ছিল বলে কথক মনে করেন?

ক) বাইশ-তেইশ

খ) তেইশের মতো

গ) তেইশ

ঘ) তেইশ-চব্বিশ হতে পারে

উত্তর : গ) তেইশ

৪। মমতাদি কেন রান্নার কাজ করতে এসেছিল?

ক) ভালো রান্না করতে পারে বলে

খ) লেখকদের একজন রাঁধুনীর দরকার ছিল

গ) সংসারে আয়-রোজগারের কেউ ছিল না বলে

ঘ) সংসারের অভাব-অনটনের কারণে

উত্তর : ঘ) সংসারের অভাব-অনটনের কারণে

৫। মমতাদির দুচোখ সজল হয়ে উঠেছিল-

র. আশাতীত মাইনে হওয়াতে রর. পনেরো টাকা মাইনে হওয়াতে

ররর. কৃতজ্ঞতায়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৬। মমতাদির ওপর সবাই খুশি ছিল কেন?

ক) শান্ত স্বভাবের জন্য

খ) কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতার জন্য

গ) বুদ্ধি খাটিয়ে কাজ করার জন্য

ঘ) অতিরিক্ত কাজের জন্য

উত্তর : খ) কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতার জন্য

৭। মমতাদি লেখকদের বাসায় কতক্ষণ কাজ করত?

ক) সকাল থেকে দুপুর

খ) ভোর ৬টা থেকে ১০টা

গ) ৬টা থেকে বেলা সাড়ে ১০টা

ঘ) দুবেলা, সকাল-বিকাল

উত্তর : গ) ৬টা থেকে বেলা সাড়ে ১০টা

৮। লেখক মমতাদির পেছনে ছোটাছুটি করছিল্ত

\হর. মমতাদির কাজের তদারকি করতে

\হরর. ভাব করতে

\হররর. নিজেকে বাড়ির ছোট কর্তা হিসেবে তুলে ধরতে

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও রর ঘ) রর ও ররর

উত্তর : খ) রর

৯। মিসেস রহমানকে নতুন গৃহকর্মী নিয়ে রান্নাঘরে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। তার নির্দেশ না পেলে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাজের চেয়ে কথা বলতেই সে বেশি পছন্দ করে। তা ছাড়া তার কাজকর্মও অগোছালো, গতি ধীর। তাই নতুন গৃহকর্মীর ওপর মিসেস রহমান কিছুটা মনঃক্ষুণ্ন।

উদ্দীপকের গৃহকর্মীর আচরণের যে দিকটি 'মমতাদি' গল্পের মমতাদির সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণ তাহলো মমতাদ্তি

র.বুদ্ধি খাটিয়ে কাজ করে

রর. নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখে না

\হররর. কাজে শৃঙ্খলা ও ক্ষিপ্রতা আছে

\হনিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) র ও ররর

গ) রর ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

১০। বৈসাদৃশ্যপূর্ণ দিকটিতে প্রকাশ পেয়েছে মমতাদির ্ত

ক) চাতুর্য খ) অলসতা

গ) বাচালতা ঘ) আন্তরিকতা

উত্তর : ঘ) আন্তরিকতা

১১। মমতাদির মুখ চমকে লাল হলো কেন?

ক) রাঁধুনী কিনা জানতে চাওয়ায়

খ) বামুনদি বলে ডাকাতে

গ) মমতাদির গালের চড়ের দাগ ছোট ছেলেটির কাছে ধরা পড়াতে

ঘ) রাঁধুনী হয়েও বাড়ির ছোট ছেলেটিকে জড়িয়ে ধরেছিল বলে

উত্তর : ক) রাঁধুনী কিনা জানতে চাওয়ায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে