শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জানার আছে অনকে কছিু

বিষয় :বিশ্ব পরিচিতি
নতুনধারা
  ০১ ডিসেম্বর ২০২১, ০০:০০

রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা- মিয়ানমারের অধিবাসী

অং সান সুচি শান্তিতে নোবেল পুরস্কার পান- ১৯৯১ সালে

বৌদ্ধ সভ্যতার বিখ্যাত নিদর্শন তক্ষশীলা অবস্থিত- পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে

সিন্ধু সভ্যতা অবস্থিত- পাকিস্তানের মহেঞ্জদারো ও হরপ্পাতে (১৯২২ সালে)

নেপাল রাজতন্ত্রে বিলুপ্ত হয়ে প্রজাতন্ত্রে পরিণত হয়- ২৮ মে, ২০০৮ সালে

মালদ্বীপ গঠিত- ১২০০ ক্ষুদ্র প্রবাল দ্বীপ নিয়ে

সার্কভুক্ত দেশের মধ্যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি- মালদ্বীপের

ভুটানের রাষ্ট্রীয় ভাষা- জোংখা

সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি- মালদ্বীপের

সার্কভুক্ত যে দেশের দূতাবাস নেই বাংলাদেশে- মালদ্বীপের

সার্কভুক্ত যে দেশের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নেই- মালদ্বীপ

ফিলিপাইনের 'সুবিক বে' থেকে মার্কিন নৌ-ঘাঁটি স্থানান্তরিত করা হয়- সিঙ্গাপুরে

জাপানের প্রধান চারটি দ্বীপের নাম- হোক্কাইডো, হনসু, কিউসো, শিকুক্কো

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়- ১৯৪৫ সালের ৬ আগস্ট ও ৯ আগস্ট

হিরোশিমা ও নাগাসাকি শহরে নিক্ষিপ্ত বোমা দুটির নাম- লিটলবয় ও ফ্যাটম্যান

২০১১ সালে মানবোন্নয়ন রিপোর্টে গড় আয়ুতে শীর্ষ দেশ- জাপান (৮৩.৪ বছর)

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত জাপান এশিয়ার যে দেশ দখল করে রেখেছিল- কোরিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে