প্রাথমকি শক্ষিা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ ও বিশপরিচয়

কত সালে ভাষা আন্দোলন হয়েছিল?

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ প্রথম অধ্যায় প্রশ্ন : ১. Ñ সালে ভাষা আন্দোলন হয়েছিল। উত্তর : ১৯৫২ প্রশ্ন : ২. ৬ দফা আন্দোলন Ñ সালে হয়েছিল। উত্তর : ১৯৬৬ প্রশ্ন : ৩. ১৯৭০ সালের নিবার্চনে নিরঙ্কুশ বিজয় অজর্ন করেছিল Ñ । উত্তর : আওয়ামী লীগ প্রশ্ন : ৪. বাংলাদেশের স্বাধীনতা দিবস Ñ। উত্তর : ২৬ মাচর্। প্রশ্ন : ৫. Ñ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। উত্তর : ১৯৪৭ প্রশ্ন : ৬. মুক্তিযুদ্ধ শুরু হয় Ñ। উত্তর : ১৯৭১ সালের ২৬ মাচর্ প্রশ্ন : ৭ . মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা Ñ। উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন : ৮. Ñ আহŸানে বাঙালি জাতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে ঝঁাপিয়ে পড়ে। উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশ্ন : ৯. Ñ মুক্তিযোদ্ধাদের চ‚ড়ান্ত বিজয় অজির্ত হয়। উত্তর : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রশ্ন : ১০. Ñ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রশ্ন : ১১. Ñ মুজিবনগর সরকার গঠিত হয়। উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল প্রশ্ন : ১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন Ñ। উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রশ্ন : ১৩. Ñ মুক্তিবাহিনী গঠন করা হয়। উত্তর : ১৯৭১ সালের ১১ জুলাই প্রশ্ন : ১৪. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন Ñ। উত্তর : কনের্ল (পরবতীের্ত জেনারেল) মুহম্মদ আতাউল গণি ওসমানী প্রশ্ন : ১৫. মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে Ñ ব্রিগেড ফোসের্ ভাগ করা হয়েছিল। উত্তর : তিনটি