একাত্তরের দিনগুলি
১২। জাহানারা ইমাম কোথায় জন্মগ্রহণ করেন?
ক) বগুড়া জেলার দশটিকা
খ) মুর্শিদাবাদের সুন্দরপুর
গ) জয়পুরহাটের বিলস্না
ঘ) ফরিদপুরের আম্বুরখানা
সঠিক উত্তর : খ) মুর্শিদাবাদের সুন্দরপুর
১৩। 'এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে।'- তারা বাড়ি ছাড়ছিল-
র) নিরাপত্তার জন্য
রর) প্রাণ বাঁচানোর জন্য
ররর) যুদ্ধ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : ক) র ও রর
১৪। 'একাত্তরের দিনগুলি'- দিনপঞ্জিকায় প্রকাশ পায় শহিদ জননীর-
র) হৃদয়ের রক্তক্ষরণের যন্ত্রণা
রর) ছেলে হারানোর আনন্দ
ররর) গভীর বেদনার ইঙ্গিত
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
১৫। কত দিন ধরে বৃষ্টি হচ্ছিল?
ক) দুই দিন খ) তিন দিন
গ) চার দিন ঘ) পাঁচ দিন
সঠিক উত্তর : গ) চার দিন
১৬। সারা দিনভর একটানা বৃষ্টি হয়েছিল কী বার?
ক) শনিবার খ) রোববার
গ) সোমবার ঘ) মঙ্গলবার
সঠিক উত্তর : খ) রোববার
১৭। তাহলে আর কাদের জন্য রসদ জমিয়ে রাখব? এখানে 'কাদের' বলতে কাদেরকে বোঝানো হয়েছে?
ক) মুক্তিযোদ্ধাদের
খ) মিলিটারিদের
গ) পরিবারের সদস্যদের
ঘ) দরিদ্র মানুষদের
সঠিক উত্তর : ক) মুক্তিযোদ্ধাদের
১৮। সৈয়দ শামসুল হক পেশা হিসেবে প্রথম কোনটিকে গ্রহণ করেছিলেন?
ক) সাংবাদিকতা খ) শিক্ষকতা
গ) আইনজীবী ঘ) চাকরি
সঠিক উত্তর : ক) সাংবাদিকতা
১৯। পাকবাহিনী আত্মসমর্পণের সময় তাদের সৈন্যসংখ্যা কত হাজার ছিল?
ক) নব্বই হাজার
খ) বিরানব্বই হাজার
গ) পঁচানব্বই হাজার
ঘ) নিরানব্বই হাজার
সঠিক উত্তর : ক) নব্বই হাজার
২০। পাকবাহিনী আত্মসমর্পণ করে কখন?
ক) সকালে খ) দুপুরে
গ) বিকেলে ঘ) রাতে
সঠিক উত্তর : গ) বিকেলে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি,
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।
২১। উদ্দীপকের 'মুখের' সাথে তুলনীয়-
ক) রুমী খ) লেখিকা
গ) স্বদেশ ঘ) মুক্তিযোদ্ধার মা
সঠিক উত্তর : গ) স্বদেশ
২২। উক্ত তুলনীয় অনুষঙ্গকে 'একাত্তরের দিনগুলি' রচনা যে সূত্রে গেঁথেছে তা হলো-
ক) স্বাজাত্যবোধ খ) ঐক্যবোধ
গ) মাতৃমুক্তি ঘ) দেশপ্রেম
সঠিক উত্তর : ঘ) দেশপ্রেম
২৩. বুদ্ধিজীবী ও শিল্পীদের ধরে আনা হতো কেন?
ক) গান শোনার জন্য
খ) ছবি আঁকার জন্য
গ) বিবৃতি দেওয়ার জন্য
ঘ) হত্যা করার জন্য
সঠিক উত্তর : গ) বিবৃতি দেওয়ার জন্য