আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
একাত্তরের দিনগুলি
২৪. 'একাত্তরের দিনগুলি' রচনায় শরীফ হলো লেখিকার-
ক) স্বামী
খ) দেবর
গ) ভাই
ঘ) বন্ধু
সঠিক উত্তর : ক) স্বামী
২৫. জাহানারা ইমামকে 'ফুফুজান' বলে ডেকেছে কে?
\হক) কলিম
\হখ) করিম
\হগ) হুদা
ঘ) লুলু
\হসঠিক উত্তর : (খ) করিম
২৬. রুমীর শোকে লেখিকা প্রথম চোটে কোন কথাটা বলেছিলেন?
ক) তুমি মুক্তিযুদ্ধে যোগদান করো
খ) তাই করা হোক
গ) এটা একটা আলটিমেটাম
ঘ) মা শিগগির এসো
\হসঠিক উত্তর : খ) তাই করা হোক
২৭. রুমী বাবা-মাকে কোনো দিনও ক্ষমা করতে পারত না যদি তার জন্য-
ক) মার্সি পিটিশন করা হতো
খ) মার্সি পিটিশন না করা হতো
গ) তাকে বের করে না আনত
ঘ) কান্নাকাটি না করত
সঠিক উত্তর : ক) মার্সি পিটিশন করা হতো
২৮. 'একাত্তরের দিনগুলি' স্মৃতিচারণমূলক রচনায় জামী কী করছিল?
ক) ছড়া কাটছিল
খ) ঘুমাচ্ছিল
গ) বৃষ্টিতে ভিজছিল
ঘ) বৃষ্টি দেখছিল
\হসঠিক উত্তর : ক) ছড়া কাটছিল
২৯. 'একাত্তরের দিনগুলি' রচনায় মে মাসের কত তারিখ থেকে প্রাইমারি স্কুল খোলা রাখার হুকুম জারি হয়েছিল?
ক) ১ তারিখ
খ) ২ তারিখ
গ) ৫ তারিখ
ঘ) ৯ তারিখ
\হসঠিক উত্তর : ক) ১ তারিখ
৩০. 'জামী ছড়া কাটছিল' - কোন ছড়া?
ক) রোদ হয় বৃষ্টি হয়, খঁঁ্যাকশিয়ালির বিয়ে হয়
খ) জল পড়ে পাতা নড়ে
গ) নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেঁধেছে
ঘ) আমপাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া
\হসঠিক উত্তর : ক) রোদ হয় বৃষ্টি হয়, খঁ্যাকশিয়ালির বিয়ে হয়
৩১. জাহানারা ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন-
র. বি.এ
রর. বি.এড
ররর. এম.এ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
\হসঠিক উত্তর : খ) রর ও ররর
৩২. শরীফের কুলখানি ছিল কত তারিখে?
ক) ২৫ মে, ১৯৭১
খ) ৫ সেপ্টেম্বর, ১৯৭১
গ) ১১ অক্টোবর, ১৯৭১
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
সঠিক উত্তর : ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
৩৩. 'কূটকৌশল' শব্দের সঠিক অর্থ কোনটি?
ক) প্রতিহিংসা খ) দুর্বুদ্ধি
গ) লোভ ঘ) ঘৃণা
সঠিক উত্তর : খ) দুর্বুদ্ধি
৩৪. মুক্তিযুদ্ধের সময় মে মাসের কোন তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হয়েছিল?
ক) আট তারিখ
খ) নয় তারিখ
গ) দশ তারিখ
ঘ) এগারো তারিখ
সঠিক উত্তর : খ) নয় তারিখ
৩৫. জাহানারা ইমাম কোন বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ও এম.এ ডিগ্রি লাভ করেন?
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
গ) খুলনা বিশ্ববিদ্যালয়
ঘ) কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর : খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৬. 'গাজুরিয়া মাইর কী জিনিস?' উক্তিটি কার?
ক) জামী খ) রুমী
গ) জাহানারা ইমাম ঘ) শরীফ
সঠিক উত্তর : ক) জামী