জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি ইসলাম ও নৈতিক শিক্ষা

যাকাত আদায় করা কী?

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে বহুনিবার্চনি প্রশ্নের মডেল টেস্ট দেয়া হলো। মডেল টেস্ট বহুনিবার্চনি প্রশ্ন পূণর্মান : ৩০ ১। ‘বেহেশত’ কোন ভাষার শব্দ? ক. বাংলা খ. ইংরেজি গ. আরবি ঘ. ফারসি নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নম্বরের প্রশ্নের উত্তর দাও: সাকিব ও সানিদ একই অফিসে চাকরি করে। সাকিব যথাসময়ে অফিসে আসে এবং অপির্ত দায়িত্ব যথাযথভাবে পালন করে। সানিদ সুযোগ পেলেই বিভিন্ন অজুহাতে নিদির্ষ্ট সময়ের পর অফিসে আসে এবং কাজকমের্ ফঁাকি দেয়। ২। সাকিবের একনিষ্ঠতার পেছনে কোন বিশ্বাসটি কাজ করছে? ক. তাকদির খ.আখিরাত গ. হাশর ঘ. মিজান ৩। সানিদের কাযর্ক্রমের ফলে সে পাবেÑ র. শাস্তি রর. তিরস্কার ররর. নিন্দা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর ৪। আল্লাহ তায়ালার গাফ্ফার গুণের দ্বারা আমরা কী শিক্ষা লাভ করি? ক. জ্ঞানাজের্ন ব্রতী হই খ. মানুষকে দয়া করতে শিখি গ. মানুষকে ক্ষমা করতে শিখি ঘ. দান-সদকা করতে শিখি ৫। আখিরাতের প্রতি ইমান আনা অপরিহাযর্ কেন? ক. এ বিশ্বাস ছাড়া ইমান অপূণর্ থাকে খ. এ বিশ্বাস মানুষকে নেতৃত্ব দান করে গ. এ বিশ্বাস মানুষকে জ্ঞানী করে ঘ. এ বিশ্বাস মানুষকে সম্পদশালী করে ৬। নৈতিকতার আদশর্ কোনটি? ক. ওলিদের আদশর্ খ. আল্লাহ ও তঁার রাসূলের আদশর্ গ. সাহাবীদের আদশর্ ঘ. মনীষীদের আদশর্ ৭। যাকাত আদায় করা কী? ক. ফরজ খ. ওয়াজিব গ. সুন্নাত ঘ. নফল ৮। সেচ ব্যবস্থায় উৎপন্ন ফসলের কতভাগ যাকাত দিতে হয়? ক. পঁাচ ভাগের এক ভাগ খ. দশ ভাগের এক ভাগ গ. পনের ভাগের এক ভাগ ঘ. বিশ ভাগের এক ভাগ ৯। একজন নবী নিজের আকিকা নিজেই করেছেন? এখানে কোন নবীর কথা বলা হয়েছে? ক. হজরত ঈসা (আ.) খ. হজরত মূসা (আ.) গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত দাউদ (আ.) ১০। কোরবানির মাধ্যমে আল্লাহর নিকট কোনটি পেঁৗছে? ক. ব্যক্তির তাকওয়া খ. কোরবানির রক্ত গ. কোরবানির গোশত ঘ. কোরবানির হাড় ও পশম ১১। হাজীরা সাঈ করবেনÑ র. সাফা পাহাড়ে রর. মারওয়া পাহাড়ে ররর. সাওর পাহাড়ে নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. রর ও ররর ১২। যাকাত ফরজ হওয়ার শতর্ কয়টি? ক. ৫টি খ. ৭টি গ. ৮টি ঘ. ১০টি ১৩। ‘আল-হুদা’ অথর্ কী? ক. পথ প্রদশর্ন খ. রহমত গ. আলোচনা ঘ. আলো নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: সাদী প্রথম রমজানের দিনে কোরআন তিলাওয়াতের সময় নুন সাকিন বা তানবিনের পর হরফ এলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবতর্ন করে এক আলিফ গুন্নাহসহ পড়েন। আর দ্বিতীয় রমজানে তিলাওয়াতের সময় মিম সাকিনের পর বা (হরফ) এলে ওই মিম সাকিনকে চার আলিফ গুন্নাহসহ পড়েন। ১৪। সাদীর প্রথম রমজানের তিলাওয়াতকে কী হিসেবে আখ্যায়িত করা যায়? ক. ইযহার খ. ইদগাম গ. ইখফা ঘ. ইকলাব ১৫। সাদীর দ্বিতীয় রমজানের তিলাওয়াতের চার আলিফ গুন্নাহর স্থলে কত আলিফ পরিমাণ গুন্নাহসহ পড়া উচিত ছিল? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার ১৬। সূরা হাশর পবিত্র কোরআনের কততম সূরা? ক. ৫৯তম খ. ৬০তম গ. ৬১তম ঘ. ৬৫তম ১৭। ভ্রাতৃত্বকে কয়ভাগে ভাগ করা যায়? ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে ১৮। সমগ্র সৃষ্টিজগৎ কার পরিজন? ক. মানুষের খ. ফেরেশতাদের গ. আল্লাহর ঘ. মুসলিমদের ১৯। মহানবী (সা.) কে প্রেরণ করা হয়েছে কেন? ক. বিশ্বজয় করার জন্য খ. উত্তম চরিত্রের পূণর্তা দানের জন্য গ. হাদিস বলার জন্য ঘ. আরবদেরকে সংগঠিত করার জন্য ২০। ঘুষ একটি সামাজিক অপরাধ। কারণ এতেÑ ক. অন্যের অধিকার ক্ষুন্ন হয় খ. জীবিকা অপবিত্র হয় গ. চরিত্র নষ্ট হয় ঘ. বড় পাপ হয় ২১। কোন সমাজে নারীর অবস্থা ছিল করুণ? ক. প্রাচীন সমাজে খ. গ্রিক সমাজে গ. বৌদ্ধ সমাজে ঘ. ব্রাহ্মণ সমাজে ২২। আবু তাহের আইনের প্রতি শ্রদ্ধাশীল। এতে তার মাঝে প্রকাশ পেয়েছেÑ ক. স্বদেশ প্রেম খ. ভদ্রতা গ. পরমতসহিষ্ণুতা ঘ. দানশীলতা ২৩। সমাজ জীবনে পরমতসহিষ্ণুতা প্রয়োজন কেন? ক. ব্যক্তির উন্নতির জন্য খ. সামাজিক উন্নতির জন্য গ. অথৈর্নতিক উন্নয়নের জন্য ঘ. ব্যবসা-বাণিজ্যের জন্য ২৪। হাসাদ শব্দের অথর্ কী? ক. ঘৃণা খ. উৎকোচ গ. পরশ্রীকাতরতা ঘ. জঘন্যতা ২৫। এইডস সবর্প্রথম ধরা পড়ে কোথায়? ক. যুক্তরাজ্যে খ. ফ্রান্সে গ. ইতালিতে ঘ. আমেরিকায় ২৬। এখন ২০১৭ সাল। এ সাল গণনা পদ্ধতির সঙ্গে কোন নবী জড়িত? ক) হজরত মূসা (আ.) খ) হজরত ইব্রাহিম (আ.) গ) হজরত ঈসা (আ.) ঘ) হজরত মুহাম্মদ (স.) ২৭। ফিরআউনের স্ত্রীর নাম কী? ক. আসিয়া খ. মরিয়মন গ. মাহমুদা ঘ. সুমাইয়া ২৮। হজরত সুলাইমান (আ.) মৃত্যুর পর লাঠিতে ভর দিয়ে কত বছর দঁাড়িয়েছিলেন? ক. দুই খ. চার গ. তিন ঘ. এক ২৯। মহানবী (সা.)-এর ক্ষমার বিরল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে কোন সময়? ক. হুদায়বিয়ার সন্ধিতে খ. উহুদের ময়দানে গ. মক্কা বিজয়ের সময় ঘ. হিজরতের সময় ৩০। হজরত রাবেয়া বসরি (রা.) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ক. ৭১৫ খ্রিস্টাব্দে খ. ৭১৭ খ্রিস্টাব্দে গ. ৭১৯ খ্রিস্টাব্দে ঘ. ৭২১ খ্রিস্টাব্দে