প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশপরিচয়

বঁাশের কেল্লা নিমার্ণ করেনÑ

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ দ্বিতীয় অধ্যায় প্রশ্ন : ৩১. Ñ শাসনামলে বাংলায় নবজাগরণ ঘটে। উত্তর : ইংরেজ শাসনামলে (উনিশ শতকে) প্রশ্ন : ৩২. বঁাশের কেল্লা Ñ নিমার্ণ করেন। উত্তর : তিতুমীর প্রশ্ন : ৩৩. প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম Ñ। উত্তর : ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ প্রশ্ন : ৩৪. সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল Ñ। উত্তর : ভারতবষের্ক স্বাধীন করা প্রশ্ন : ৩৫. ১৮৫৭ সালে সিপাহিদের নেতৃত্বে Ñ প্রথম বিদ্রোহ সংঘটিত হয়। উত্তর : ব্যারাকপুরে প্রশ্ন : ৩৬. Ñ কোন বিদ্রোহের ফলে ভারতবষের্ কোম্পানি শাসনের অবসান হয়। উত্তর : সিপাহি বিদ্রোহ প্রশ্ন : ৩৭. ভারতীয় জাতীয় কংগ্রেস কখন গঠিত হয়Ñ। উত্তর : ১৮৮৫ সালে প্রশ্ন : ৩৮ . ১৯০৫ সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়া হয় Ñ। উত্তর : বাংলার জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য প্রশ্ন : ৩৯ . বঙ্গভঙ্গ রদ করা হয় Ñ। উত্তর : ১৯১১ সালে তৃতীয় অধ্যায় প্রশ্ন : ৪০ . পুÐ্রনগর Ñ প্রতিষ্ঠিত হয়েছিল। উত্তর : মৌযর্ আমলে প্রশ্ন : ৪১ . মহাস্থানগড় কোথায় অবস্থিত Ñ। উত্তর : বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে প্রশ্ন : ৪২ . বাংলার প্রাচীনতম শিলালিপি Ñ। উত্তর : ‘ব্রাহ্মী শিলালিপি’ প্রশ্ন : ৪৩ . ‘সোমপুর মহাবিহার’ নিমির্ত হয় Ñ। উত্তর : রাজা ধমর্পালের শাসনামলে প্রশ্ন : ৪৪ . ময়নামতি Ñ অবস্থিত । উত্তর : কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে