জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর : শ্রীমঙ্গলে প্রশ্ন : বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তর : ঈশ্বরদী প্রশ্ন : সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয়? উত্তর : উবর্রতা বৃদ্ধি পায় প্রশ্ন : কৃষি জমিতে কিসের জন্য চুন ব্যবহার করা হয়? উত্তর : মাটির অ¤øতা হ্রাসের জন্য প্রশ্ন : অ¤ø মাটি কেমন? উত্তর : অনুবর্র প্রশ্ন : ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম? উত্তর : দেঁা-আশ মাটি প্রশ্ন : কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি কাদা থাকে? উত্তর : এঁটেল মাটি প্রশ্ন : কোন মাটির পানি ধারণক্ষমতা বেশি? উত্তর : এঁটেল মাটি প্রশ্ন : প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর : ৫ ভাগে