বিশ্ব প্রোগ্রামিংয়ে শাবিপ্রবি

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
কম্পিউটার প্রোগ্রামিংয়ের সবচেয়ে মযার্দাকর ইভেন্ট ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং (এসিএম আইসিপিসি) প্রতিযোগিতায় দেশসেরা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই বিভাগের দল ‘সাস্ট ডেসিফ্রেডর’। ১০ নভেম্বর ঢাকার ড্যাফোডিল ইউনিভাসিির্টতে ঢাকা সাইটের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ী শাবিপ্রবি দল ২০১৯ সালের ৩১ মাচর্ থেকে ৫ এপ্রিল পতুর্গালে অনুষ্ঠেয় প্রোগ্রামিং প্রতিযোগিতার ওয়াল্ডর্ ফাইনালে অংশ নেবে। এই নিয়ে ৭ম বারের মতো ওয়াল্ডর্ ফাইনালে যাচ্ছে শাবিপ্রবি। বিজয়ী টিমের তিন সদস্য হলেনÑ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষাথীর্ মওদুদ খান শাহরিয়ার, জুবায়ের আরাফ ও অভিষেক পাল। রানার আপ হয়েছেÑ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং তৃতীয় স্থান অজর্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দল। শাবিপ্রবির কোচ ছিলেনÑ সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন শাবিপ্রবির উপাচাযর্ অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।