জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

হিন্দুধমর্ ও নৈতিক শিক্ষা

যোগাসনের বৈশিষ্ট্য Ñ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারী মহাবিদ্যালয়, হাইমচর, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য হিন্দুধমর্ ও নৈতিক শিক্ষা থেকে বহুনিবার্চনি প্রশ্নের মডেল টেস্ট দেয়া হলো। ১। ‘ধমর্’ শব্দের উৎপত্তি হয়েছে কোন ধাতু থেকে? (ক) ধৃ (খ) গম্ (গ) বদ্ (ঘ) দৃশ্ ২। প্রতিদিন গুরুজনকে কী করতে হয়? (ক) নমস্কার ও শ্রদ্ধা (খ) অভক্তি ও নমস্কার (গ) শ্রদ্ধা (ঘ) ভক্তি ৩। কোনটি যোগাসনের প্রধান বৈশিষ্ট্য? (ক) শিবের গান (খ) মন্ত্রসাধন (গ) অনুশীলন (ঘ) পূজা-পাবর্ণ ৪। ঈশ্বর ভাবনায় দেহ ও মনকে কীভাবে স্থির করা যায়? (ক) যোগাসন করে (খ) ধমর্চচার্ করে (গ) বেদ পড়ে (ঘ) জন্মাষ্টমী পালন করে ৫। নমস্কার নিচের কোনটির প্রতীক? (ক) ভদ্রতার (খ) বিনম্রতার (গ) ভালোবাসার (ঘ) শ্রদ্ধার ৬। গীতা আমাদের কিসের বিরুদ্ধে দঁাড়াবার প্রেরণা দেয়? (ক) অন্যায় (খ) ন্যায় (গ) রাজা (ঘ) প্রজার ৭। সময়ের সঠিক বা সদ্ব্যবহার শেখা যায়Ñ (ক) পড়ালেখার মাধ্যমে (খ) তপস্যার মাধ্যমে (গ) নিত্যকমর্ অনুশীলনে (ঘ) ধ্যানের মাধ্যমে ৮। ধমর্ আমাদের শিক্ষা কী দেয়? (ক) ধমর্ প্রচার করতে (খ) সত্যকে ধারণ করতে (গ) সেবা করতে (ঘ) ধমর্ মানতে ৯। বেদ আমাদেরÑ (ক) আদি কাব্যগ্রন্থ (খ) আদি ধমর্গ্রন্থ (গ) আদি জীবনীগ্রন্থ (ঘ) আদি নাট্যগ্রন্থ ১০। ভক্তির মাঝে কোনটি নিহিত? (ক) ধ্যান (খ) জ্ঞান (গ) সাধনা (ঘ) মুক্তি ১১। সমাজে সকলকে যেভাবে থাকতে হয়Ñ (ক) আত্মনিভর্রশীল (খ) মিলেমিশে (গ) পরনিভর্রশীল হয়ে (ঘ) পৃথকভাবে ১২। নিত্যকমর্ অনুশীলনে কোনটি আসে? (ক) জীবনের সফলতা (খ) জীবনের পরাজয় (গ) সময়জ্ঞান (ঘ) কমর্শাস্ত্র ১৩। কমের্র মধ্যেই নিহিত? (ক) ত্যাগ (খ) সেবা (গ) বণর্ (ঘ) ধমর্ ১৪। নীরোগ এবং মনকে শান্ত রাখার জন্য কী করতে হয়? (ক) যোগাসন (খ) ধ্যান (গ) অনুশীলন (ঘ) মানবসেবা ১৫। পূজা মানে কী? (ক) আয়োজন (খ) পবর্ বা উৎসব (গ) নিগর্মন (ঘ) উদ্গীরণ ১৬। প্রতিপালকের দেবতা কে? (ক) বিষ্ণু (খ) শিব (গ) বলরাম (ঘ) ব্রহ্মা ১৭। ধমের্র সাধারণ লক্ষণ কয়টি? (ক) চারটি (খ) পঁাচটি (গ) আটটি (ঘ) দশটি ১৮। বেদাঙ্গের অঙ্গ নয় কোনটি? (ক) কল্প (খ) অলংকার (গ) শিক্ষা (ঘ) নিরুক্ত ১৯। ইন্দ্র, বায়ু প্রমুখ দেবতারা পৃথিবীতেÑ (র) আসেন না (রর) অবস্থান করেন (ররর) আসেন কিন্তু থাকেন না নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র ও ররর ২০। বণের্ভদ সমাজে কী সমস্যার সৃষ্টি করে? (র) সামাজিক সম্প্রীতি নষ্ট করে (রর) সামাজিক উন্নয়ন বিঘিœত করে (ররর) ধমর্চচার্ ও সাধনার পথকে বিঘিœত করে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ২১। মানবসেবাই ঈশ্বর সেবা কেন? (ক) মানুষের মধ্যে ঈশ্বর আছেন (খ) ঈশ্বর মানব বলে (গ) ঈশ্বর মানবের স্রষ্টা (ঘ) ঈশ্বর মানবের সেবা করতে বলেছেন ২২। সত্য বলা, হিংসা না করা, চুরি না করা ইত্যাদি গুণগুলোর কারণে যা লাভ করা যায়Ñ (র) মোক্ষ লাভ (রর) মনুষ্যত্ববোধ (ররর) আদশর্ মানুষ নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ২৩। নিষাদদের রাজা ছিলেন কে? (ক) হিরণ্যাক্ষ (খ) হিরণ্যকশিপু (গ) হিরণ্যধনুু (ঘ) হিরণ্যমনু ২৪। যোগশাস্ত্রে ধমের্র কয়টি ভিত্তির কথা বলা হয়েছে? (ক) চারটি (খ) পঁাচটি (গ) ছয়টি (ঘ) সাতটি ২৫। হিন্দুধমের্ যুগ বিভাগ অনুযায়ী তৃতীয় যুগ হলোÑ (ক) সত্য (খ) দ্বাপর (গ) ত্রেতা (ঘ) কলি ২৬। শাসক বা যুদ্ধকারী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হচ্ছেনÑ (ক) শূদ্র (খ) বৈশ্য (গ) ক্ষত্রিয় (ঘ) ব্রাহ্মণ ২৭। দ্বাপর যুগে কতভাগ ধমর্ ছিল? (ক) ষোল আনা (খ) তিনভাগ ধমর্, একভাগ অধমর্ (গ) দুইভাগ ধমর্, দুইভাগ অধমর্ (ঘ) ধমর্ ছিল না ২৮। কংস কীভাবে রাজ্য দখল করেনÑ (ক) পিতাকে বন্ধি করে (খ) উত্তরাধিকার সূত্রে (গ) পিতাকে হত্যা করে (ঘ) যুদ্ধ জয় করে ২৯। সকল জীবের মধ্যে চৈতন্যবোধ জাগ্রত করেন কে? (ক) ঈশ্বর (খ) ভগবান (গ) ব্রহ্ম (ঘ) পরমেশ্বর ৩২। সংহিতা মানেÑ (ক) গান (খ) যজ্ঞ (গ) সংগ্রহ (ঘ) সমীপে ৩১। নীতির সঙ্গে যে সকল বিষয় জড়িত থাকে তাকে কী বলে? (ক) নীতিচচার্ (খ) নৈতিকতা (গ) সততা (ঘ) নীতিবাক্য ১৯। হিন্দুধমের্র বিশ্বাস মতে, ব্রত পালন করলে উদ্দিষ্ট দেবতা যার আকাক্সক্ষা পূরণ করবেনÑ (ক) জ্ঞানীর (খ) ব্রতীর (গ) গুণীর (ঘ) ধামীর ৩০। রাবণ কোন মুনির নাতি? (ক) কাশ্যপ (খ) পুলস্ত্য (গ) চ্যবন (ঘ) দুবার্সা