প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

সূযের্র চারপাশে চক্রাকারে ঘুরেÑ

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ৮৯। মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে অতি Ñসম্পকের্ মানুষ জানতে পেরেছে। উত্তর : ক্ষুদ্র জীব ৯০। Ñ অনেক ঘটনার পূবার্ভাস এবং পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে পারে। উত্তর : বিজ্ঞান ৯১। বিজ্ঞানের চচার্ একটি ধারাবাহিক Ñ। উত্তর : অভিযান ৯২। Ñ উত্থাপনই বিজ্ঞান চচার্র প্রারম্ভিক ও শক্তিশালী হাতিয়ার। উত্তর : প্রশ্ন ৯৩। বিশাল সৌরজগৎ Ñ একটি সদস্যমাত্র। উত্তর : মহাবিশ্বের ৯৪। বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে Ñ উদঘাটন। উত্তর : সম্পকর্ ৯৫। পৃথিবী Ñ অক্ষের ওপর দিনে একবার পাক খায়। উত্তর : আপন ৯৬। সূযের্র চারপাশে Ñ ৩৬৫ দিন ৬ ঘণ্টায় একবার চক্রাকারে ঘুরে আসে। উত্তর : পৃথিবী ৯৭। পৃথিবীর মেরুরেখাটি কক্ষের সঙ্গে Ñ ডিগ্রি কোণ করে আছে। উত্তর : ৬৬ ৯৮। Ñ গোলাধের্ যখন গ্রীষ্মকাল তখন দিন ছোট রাত্রি বড়। উত্তর : উত্তর ৯৯। চন্দ্রমাস সাড়ে Ñ দিনে পরিক্রমণ করে। উত্তর : ২৯