পাবিপ্রবিতে ভতির্ পরীক্ষা ১৬ নভেম্বর

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবষের্ প্রথমবষের্র ভতির্ পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩৩,২৬০ জন। প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষাথীর্ ৩৬ জন। মোট পঁাচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষাথীর্ ভতির্ করা হবে। দুইটি ইউনিটের অধীনে ভতির্ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুইটি ইউনিটের মধ্যে ‘অ’ ইউনিটে আবেদনকারী প্রাথীর্র সংখ্যা ১৯,১৯০ জন ও ‘ই’ ইউনিটে আবেদনকারী ১৪,০৭০ জন। ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০.০০ মি. থেকে শুরু হয়ে ১১.০০ মি. শেষ হবে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ০৩.৩০ মি. থেকে শুরু হয়ে ০৪.৩০ মি. শেষ হবে। তবে ‘এ’ ইউনিটের স্থাপত্য বিভাগের জন্য আবেদনকারীদের অতিরিক্ত ৩০ মিনিট (সকাল ১১.১৫ থেকে ১১.৪৫ মিনিট পযর্ন্ত) ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। ভতির্ পরীক্ষার যাবতীয় তথ্যাবলী িি.িঢ়ঁংঃ.ধপ.নফ এবং ধফসরংংরড়হ১৮১৯.ঢ়ঁংঃ.ধপ.নফ ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, পরীক্ষার হলে ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল, বøু-টুথ, সব ধরনে ইলেক্ট্রনিক ডিভাইস আনা বা রাখা নিষিদ্ধ।