জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কম্পিউটার নেটওয়াকের্র উদ্দেশ্য কী?

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূণর্ বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনিবার্চনি প্রশ্নোত্তর ১। পৃথিবীর সম্পদ কী? ক. মানুষ খ. তথ্য গ. কথা ঘ. ভাব বিনিময় সঠিক উত্তর: খ. তথ্য ২। কোনো মিডিয়াকে ব্যবহার না করে কোন পদ্ধতিতে কম্পিউটারকে নেটওয়াকের্ জুড়ে দেওয়া যায়? ক. ওয়্যারলেস খ. প্রটোকল গ. ল্যান ঘ. ক্লায়েন্ট সঠিক উত্তর: ক. ওয়্যারলেস ৩। ডেটাবেইসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে? ক. মডেম খ. কম্পিউটার গ. ইন্টারনেট ঘ. হাব সঠিক উত্তর: খ. কম্পিউটার ৪। কোনো ডকুমেন্টের নিরাপত্তার জন্য কী দেয়া হয়? ক. লিংক খ. সংরক্ষণ গ. পাসওয়াডর্ ঘ. সেফটি লিংক সঠিক উত্তর: গ. পাসওয়াডর্ ৫। কম্পিউটারে কয় ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামগুচ্ছ থাকে? ক. দুই খ. তিন গ. চার ঘ. পঁাচ সঠিক উত্তর: ক. দুই ৬। অপারেটিং সিস্টেমের মূল কাজ কী? ক. কম্পিউটারের হাডর্ওয়্যারসমূহকে যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা খ. কম্পিউটারের হাডর্ওয়্যারসমূহকে অগ্রাহ্য করা গ. কম্পিউটারের হাডর্ওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মিল না রাখা ঘ. কম্পিউটারের সফটওয়্যারকে প্রাধান্য না দেয়া সঠিক উত্তর: ক. কম্পিউটারের হাডর্ওয়্যারসমূহকে যথাযথভাবে ব্যবহারের পরিবেশ বজায় রাখা ৭। ইন্টারনেট কোন ধরনের টপোলজি? ক. হাইব্রিড টপোলজি খ. ট্রি টপোলজি গ. রিং টপোলজি ঘ. বাস টপোলজি সঠিক উত্তর: খ. ট্রি টপোলজি ৮। যে ধরনের প্রোগ্রামিং কোড বা প্রোগ্রামসমূহ কম্পিউটারের জন্য ক্ষতিকর, সে সফটওয়্যারকে কী বলে? ক. মেলিসিস খ. মেলিসিয়াস গ. মেলামাইন ঘ. মেলিসিয়ান সঠিক উত্তর: খ. মেলিসিয়াস ৯। ডেটাবেইস ব্যবহারে কী করা হয়? ক. তথ্য বিনিময় খ. তথ্য উপস্থাপন গ. তথ্য বিকাশ ঘ. তথ্য সংরক্ষণ সঠিক উত্তর: ঘ. তথ্য সংরক্ষণ ১০। ছদ্মবেশী সফটওয়্যার কোনটি? ক. ট্রোজান হসর্ খ. ডেটাবেইস গ. ফটোশপ ঘ. নরটন সঠিক উত্তর: ক. ট্রোজান হসর্ ১১। কম্পিউটার নেটওয়াকের্র উদ্দেশ্য কী? ক. প্রটোকল তৈরি খ. টপোলজি তৈরি গ. সাভার্র রক্ষা করা ঘ. তথ্য বিনিময় সঠিক উত্তর: গ. সাভার্র রক্ষা করা ১২। পাসওয়াডর্ কেমন হওয়া উচিত? ক. সহজ খ. সংক্ষিপ্ত গ. দীঘর্ ঘ. কঠিন সঠিক উত্তর: গ. দীঘর্ ১৩। সিআইএইচ কী? ক. একটি ওয়েবসাইট খ. একটি ভাইরাস গ. একটি কম্পিউটার ঘ. একটি টিভি চ্যানেল সঠিক উত্তর: খ. একটি ভাইরাস ১৪। অন্যের তথ্য দেখা ও তথ্য সরিয়ে নেয়া বা নষ্ট করাকে কী বলে? ক. হ্যাক খ. হাঙ্গার গ. হ্যাকিং ঘ. হ্যাকার সঠিক উত্তর: গ. হ্যাকিং ১৫। ইন্টারনেট ব্যবহার করে হুমকি প্রদশর্ন কী ধরনের অপরাধ? ক. ডাকাতি খ. ছিনতাই গ. ঘুষ গ্রহণ ঘ. সাইবার ক্রাইম সঠিক উত্তর: ঘ. সাইবার ক্রাইম ১৬। বতর্মানে তথ্য কোথায় সংরক্ষণ করা হয়? ক. ডেটাবেইসে খ. নেটওয়াকের্ গ. হাবে ঘ. মডেমে সঠিক উত্তর: ক. ডেটাবেইসে ১৭। কম্পিউটার ভাইরাস কিসের অন্তভুর্ক্ত? ক. ওয়েব ব্রাউজারের গ. হাডর্ওয়ারের গ. ম্যালওয়ারের ঘ. কম্পিউটারের সঠিক উত্তর: গ. হাডর্ওয়ারের ১৮। বতর্মান জীবনকে সুন্দর ও নিরাপদ করেছে কোনটি? ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. মোবাইল ফোন সঠিক উত্তর: ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৯। বতর্মান তথ্যপ্রযুক্তিতে কোনটির আবিভার্ব নতুন মাত্রা যোগ করেছে? ক. নেটওয়াকর্ খ. মডেম গ. রাউটার ঘ. টপোলজি সঠিক উত্তর: খ. মডেম ২০। বিশ্বে কোন অপারেটিং সিস্টেমের ব্যবহারকারী বেশি? ক. অ্যাপল মেকিনটোশ খ. মেকিনটোশ গ. ইউনিক্স ঘ. উইন্ডোজ সঠিক উত্তর: ঘ. উইন্ডোজ ২১। রাউটার কী কাজে ব্যবহার করা হয়? ক. নেটওয়াকর্ তৈরিতে খ. কথা বলতে গ. ব্রাউজ করার কাজে ঘ. গান শুনতে সঠিক উত্তর: ক. নেটওয়াকর্ তৈরিতে ২২। কে সবর্প্রথম ভাইরাস সম্পকের্ আলোকপাত করেন? ক. জন ভন নিউম্যান খ. চালর্স ব্যাবেজ গ. ফ্রেডরিক বি কোহেন ঘ. জন রিচম্যান সঠিক উত্তর: ক. জন ভন নিউম্যান ২৩। বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়াকে কী বলে? ক. নিউ সফটওয়্যার খ. ডেটা সফটওয়্যার গ. অ্যান্টিভাইরাস ঘ. কম্পিউটার ভাইরাস সঠিক উত্তর: গ. অ্যান্টিভাইরাস ২৪। ই-টেন্ডারিং চালু হওয়ার ফলে কী হচ্ছে? ক. দুনীির্ত করার সুযোগ কমে গেছে খ. দুনীির্ত করার সুযোগ কমতে পারে গ. দুনীির্ত করার সুযোগ বাড়তে পারে ঘ. দুনীির্ত করার সুযোগ বেড়ে গেছে সঠিক উত্তর: ক. দুনীির্ত করার সুযোগ কমে গেছে ২৫। বতর্মানে কোনটির ব্যবহার সবাইকে একসঙ্গে যুক্ত করেছে? ক. রেডিও খ. নেটওয়াকর্ গ. সাভার্র ঘ. ইন্টারকম সঠিক উত্তর: খ. নেটওয়াকর্ ২৬। ই- মেইল পাঠাতে ক্লায়েন্টকে সাহায্য করে কে? ক. ই- মেইল সাভার্র খ. গুগল সাভার্র গ. নেটওয়াকর্ ঘ. প্রটোকল সঠিক উত্তর: ক. ই- মেইল সাভার্র ২৭। ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলে? ক. মূল কম্পিউটার খ. ব্যাকবোন গ. হাব ঘ. রাউটার সঠিক উত্তর: ক. মূল কম্পিউটার ২৮। ক্রেডিট কাডর্ নম্বর বের করার জন্য হ্যাকাররা কোনটিকে বেছে নিয়েছে? ক. ব্যাংকের তথ্যভাÐার খ. শিক্ষাপ্রতিষ্ঠান গ. অনলাইন ঘ. ইন্টারনেট সঠিক উত্তর: ক. ব্যাংকের তথ্যভাÐার ২৯। তথ্যকে আবদ্ধ রাখা যায়-এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাবে? ক. সমাজের প্রভাবে খ. নেটওয়াকের্র প্রভাবে গ. কম্পিউটারের প্রভাবে ঘ. ইন্টারনেটের প্রভাবে সঠিক উত্তর: খ. নেটওয়াকের্র প্রভাবে ৩০। নিচের কোনটি দ্বারা সাইবার অপরাধ ঘটে? ক. ই-মেইল খ. মোবাইল গ. রেডিও ঘ. টিভি সঠিক উত্তর: ক. ই-মেইল ৩১। মডেম অ্যানালগ সিগন্যালকে কোন সিগন্যালে পরিণত করে? ক. শব্দের সিগন্যাল সবগুলো খ. আলোর সিগন্যাল গ. অ্যানালগ ঘ. ডিজিটাল সঠিক উত্তর: ঘ. ডিজিটাল