প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

সময় মেনে চলতে অবদান রেখেছেÑ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে গুরুত্বপূণর্ শূন্যস্থান পূরণ দেয়া হলো। শূন্যস্থান পূরণ ১০০। মহাবিশ্বের একটি Ñ সৌরজগৎ। উত্তর : সদস্য ১০১। Ñ চঁাদ, সূযর্ সম্পকের্ তথ্য উদ্ভাবন করেন। উত্তর : গ্যলিলিও ১০২। কোপানির্কাস পৃথিবীর Ñ মডেল ব্যাখ্যা করেন। উত্তর : ঘূণর্ন ১০৩। চঁাদ Ñ নিকটতম উপগ্রহ। উত্তর : পৃথিবীর ১০৪। Ñ সূযের্র সবচেয়ে নিকটতম গ্রহ হচ্ছে বুধ। উত্তর : সৌরজগতে ১০৫। সূযর্ থেকে সবচেয়ে দূরে অবস্থানকারী Ñ হচ্ছে নেপচুন। উত্তর : গ্রহ ১০৬। সৌরজগতে রয়েছে ৮টি গ্রহ ও Ñ উপগ্রহ। উত্তর : ৪১টি ১০৭। সৌরজগতে হাজার হাজার গহাণুপুঞ্জ ও শত শত Ñ রয়েছে। উত্তর : ধূমকেতু ১০৮। সুবিশাল মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ Ñ। উত্তর : সৌরজগৎ ১০৯। একসময় প্লুটোকে Ñ বলা হতো। উত্তর : গ্রহ ১১০। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন কারণ মানুষ Ñ ব্যবহার করে। উত্তর : কলাকৌশল ১১১। প্রযুক্তির লক্ষ্য Ñ নিয়ন্ত্রণ করা। উত্তর : পরিবেশে ১১২। সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো Ñ। উত্তর : ঘড়ি ১১৩। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো Ñ । উত্তর : অনুসন্ধিৎসা ১১৪। প্রযুক্তির বিকাশে Ñ আবিস্কার একটি উল্লেখযোগ্য অকবাদ। উত্তর : কম্পিউটার ১১৫। প্রযুক্তির যথাযথ ব্যবহারে দক্ষতা ও এর Ñ প্রয়োজন। উত্তর : জ্ঞান ১১৬। বিজ্ঞান ও প্রযুক্তি Ñ। উত্তর : সম্পকর্যুক্ত ১১৭। প্রযুক্তির উদ্ভভাবনে Ñ প্রয়োজন। উত্তর : বিজ্ঞানের জ্ঞান