জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : পরমাণু চাজর্ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে- উত্তর : ইলেক্ট্রন ও প্রোটনের সংখ্যা সমান। প্রশ্ন : ল্যাপটপ কী? উত্তর : ছোট কম্পিউটার। প্রশ্ন : এসবেসটস কী? উত্তর : অগ্নি নিরোধক খনিজ পদাথর্। প্রশ্ন : পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কেন? উত্তর : বায়ুর চাপ কম থাকার কারণে। প্রশ্ন : জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী? উত্তর : ইউরিয়া। প্রশ্ন : প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক- উত্তর : বেশি হয়। প্রশ্ন : কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর : ৪ সেন্টিগ্রেড।