রাবিতে বিতকর্ প্রতিযোগিতা

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাজশাহী ইউনিভাসিির্ট ডিবেটির্ং সোসাইটির (রুড্স) আয়োজনে বিশ্ববিদ্যালয় আন্তঃহল বিতকর্ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়াউর রহমান হল। বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ফাইনাল রাউন্ডে ‘সামাজিক অস্থিরতার প্রধান কারণ ফেসবুক’ শীষর্ক বিতকের্ চ্যাম্পিয়ন হন তারা। বিতকর্ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় টিএসসিসির পরিচালক ও (রুড্স) এর মডারেটর প্রফেসর ড. হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচাযর্ এম. আব্দুস সোবহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচাযর্ প্রফেসর ড. আনন্দ কুমার সাহা ও প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া। এ ছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রভাষ কুমার কমর্কার, বেগম খাদেলা জিয়া হলের প্রাধ্যাক্ষ মাহবুবা সরকার, সোহরাওয়াদীর্ হলের প্রাধ্যাক্ষ ড. রবিউল ইসলাম, রাজশাহী ইউনিভাসিির্ট ডিবেটির্ং সোসাইটির সভাপতি ড. রফিকুল ইসলাম রয়েল।