ড্যাফোডিলে উদ্যোক্তা সপ্তাহ শুরু

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১২ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিির্টতে ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডিপাটের্মন্টের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ-২০১৮। বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে আয়োজিত এ বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ প্রফেসর ড. ইউসুফ এম ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচাযর্ প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, বাংলাদেশ ওপেনসোসর্ নেটওয়াকের্ও (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান, ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রেনারশিপ বিভাগের প্রধান মোহাম্মদ শিবলী শাহরিয়ার, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান। এ মেলার সহযোগী ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার এবং স্ট্র্যাটিজিক পাটর্নার বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লি.। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন শীষর্ক আলোচনা সভা, দেশের প্রতিভাবান তরুণদের মাঝে ব্যবসা প্রস্তাবনা প্রতিযোগিতা, স্টাটর্ আপ ফেয়ার, ডিজিটাল মাকেির্টং, বিপণন কৌশল ও ধারণাবিষয়ক কমর্শালা, ভেঞ্চার ক্যাপিটাল পলিসি এবং প্রসিডিউরবিষয়ক সেমিনার, মহিলা উদ্যোক্তা উন্নয়নবিষয়ক আলোচনা, বুট ক্যাম্প ও উদ্যোক্তা সম্মেলনসহ নানা আয়োজন।