প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে আবেদনপত্র নিয়ে আলোচনা করা হলো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
তঁাতশিল্প
আবেদনপত্র ১৩ নং প্রশ্নোত্তর (১) মনে কর, তোমার নাম আবুল/আয়েশা। তুমি বাসাইল প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। এখন বিদ্যালয় থেকে মিরপুর চিড়িয়াখানা পরিদশের্ন যাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ: ১৫-১১-২০১৮ বরাবর প্রধান শিক্ষক বাসাইল প্রাথমিক বিদ্যালয় বাসাইল, টাঙ্গাইল। বিষয় : চিড়িয়াখানা পরিদশের্নর জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী। ঢাকার মিরপুর চিড়িয়াখানায় আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তাই আপনার তত্ত¡াবধানে আমরা মিরপুর চিড়িয়াখানা পরিদশের্ন যেতে আগ্রহী। অতএব, আমাদের আবেদন বিবেচনা করে সাবির্ক ব্যবস্থা গ্রহণ করতে মহাশয়ের আজ্ঞা হয়। নিবেদক পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে আবুল/আয়েশা, রোল নং-১ বাসাইল প্রাথমিক বিদ্যালয়, বাসাইল, টাঙ্গাইল। (২) মনে কর তোমার নাম কাশেম/কমলা। তুমি রতনপুর প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়। তোমরা পঞ্চম শ্রেণির শিক্ষাথীর্রা টাঙ্গাইলের তঁাতশিল্প কারখানা পরিদশের্ন যেতে চাও এ বিষয়ে অনুমতি ও ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ১৫-১১-২০১৮ বরাবর প্রধান শিক্ষক রতনপুর প্রাথমিক বিদ্যালয় রতনপুর, মানিকগঞ্জ। বিষয় : তঁাতশিল্প-কারখানা পরিদশের্নর জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষাথীর্। বাংলাদেশের ঐতিহ্যবাহী তঁাতশিল্প কারখানা পরিদশের্ন আমরা একান্ত আগ্রহী। আপনার তত্ত¡াবধানে টাঙ্গাইলের বাজিতপুর তঁাতশিল্প কারখানা পরিদশের্নর ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকব। অতএব, আমাদের আবেদন মঞ্জুর করে বাধিত করতে মহাশয়ের আজ্ঞা হয়। নিবেদক শিক্ষাথীের্দর পক্ষে কাশেম/কমলা, পঞ্চম শ্রেণি, রোল-১০।