এসএসসি পরীক্ষার প্রস্তুতি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

ওয়েবসাইটে প্রবেশ করার জন্য প্রয়োজনÑ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ১। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজনÑ ক. ডেস্কটপ খ. ট্যাবলেট গ. স্মাটের্ফান ঘ. ইন্টারনেট সংযোগ সঠিক উত্তর : ঘ. ইন্টারনেট সংযোগ ২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণÑ ক. কম্পিউটার খ. স্মাটের্ফান গ. ইন্টারনেট ঘ. টেলিভিশন সঠিক উত্তর : ক. কম্পিউটার ৩। ডিজিটাল কনটেন্ট হলোÑ র. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ রর. ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি ররর. অডিও ও ভিডিও স্ট্রিমিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪। কনটেন্ট কী? ক. প্রতিলিপি খ. তথ্য আধেয় গ. উপাত্ত ঘ. ডেটাবেজ সঠিক উত্তর : খ. তথ্য আধেয় ৫। কোনো তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে বলেÑ ক. ডেটাবেইস খ. ডিজিটাল কনটেন্ট গ. ডেঁা ঘ. ইন্টারনেট সঠিক উত্তর : খ. ডিজিটাল কনটেন্ট ৬। ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়? ক. অ্যানালগ উপাত্ত আকারে খ. ডিজিটাল উপাত্ত আকারে গ. তথ্য আকারে ঘ. পোস্টারে সঠিক উত্তর : খ. ডিজিটাল উপাত্ত আকারে