ইবিতে নতুন ৩ অনুষদ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুমোদিত অগাের্নাগ্রাম অনুযায়ী আরো ৩টি অনুষদ বাড়ানো হয়েছে। ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি অনুষদ ছিল। বতর্মানে এ ৫টি অনুষদকে ভেঙে ৮টি করা হয়। আগের ৫টি অনুষদের মধ্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদকে ভেঙে কলা এবং সামাজিক বিজ্ঞান নামে পৃথক দুটি অনুষদ করা হয়েছে। ভারপ্রাপ্ত এ রেজিস্ট্রার আরো জানান, ২১ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের পূণার্ঙ্গ অগাের্নাগ্রাম পাস হয়। অগাের্নাগ্রামে বিশ্ববিদ্যালয়ে আটটি অনুষদ অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। সেই অগাের্নাগ্রাম অনুযায়ী ৩টি অনুষদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।