ঢাবিতে শিল্পকমর্ প্রদশর্নী

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষাথীের্দর সপ্তাহব্যাপী বাষির্ক চিত্রকলা প্রদশর্নী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদশর্নীর উদ্বোধন করেন। বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক শিশির কুমার ভট্টাচাযের্র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক রফিকুন নবী এবং শিল্পাচাযর্ পুত্র প্রকৌশলী মইনুল আবেদিন। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রদশর্নীর আহŸায়ক অধ্যাপক মোস্তাফিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষকরা ছাড়াও বিপুলসংখ্যক শিক্ষাথীর্ উপস্থিত ছিলেন। প্রদশর্নীতে ৬০ জন শিক্ষাথীর্র ৭২টি শিল্পকমর্ স্থান পেয়েছে, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পযর্ন্ত সবার জন্য এই প্রদশর্নী উন্মুক্ত থাকবে। ১৭ নভেম্বর পযর্ন্ত প্রদশর্নী চলবে।