জানার আছে অনকে কছিু

বিষয় :ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১০ জানুয়ারি ২০২২, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ১৫ কোটি কি.মি.
প্রশ্ন : নিজস্ব আলো ও উত্তাপ আছে কার? উত্তর : নক্ষত্রের। প্রশ্ন : পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : সূর্য। প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? উত্তর : ১৫ কোটি কিলোমিটার। প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর : ৮ মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.। প্রশ্ন : চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর : ১ মি. ২০/৩০ সে.। প্রশ্ন : সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কী? উত্তর : প্রক্সিমা সেন্টারাই। প্রশ্ন : পৃথিবী থেকে তার দূরত্ব কত? উত্তর : ৩৮ লাখ কোটি কিলোমিটার। প্রশ্ন : গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? উত্তর : ছায়াপথ। প্রশ্ন : ছায়াপথ কোন আকাশে দেখা যায়? উত্তর : উত্তর-দক্ষিণ। প্রশ্ন : উল্কার অপর নাম কী? উত্তর : ছুটন্ত তারা। প্রশ্ন : ইংরেজিতে একে কি বলে? উত্তর : গবঃবড়ৎ. প্রশ্ন : হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন? উত্তর : এডমন্ড হ্যালি। প্রশ্ন : কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? উত্তর : ৭৫ বছর। প্রশ্ন : সর্বশেষ কবে দেখা গেল? উত্তর : ১৯৮৬ সালে। প্রশ্ন : পরবর্তীতে কবে দেখা যাবে? উত্তর : ২০৬২ সালে। প্রশ্ন : ধূমকেতুর ইংরেজি নাম কী? উত্তর : ঈড়সবঃ