এসএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ৭। ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে? ক. অ্যানালগ আকারে খ. অ্যানালগ ফাইল আকারে গ. কম্পিউটারের ফাইল আকারে ঘ. ই-লানির্ং প্রক্রিয়ায় সঠিক উত্তর : গ. কম্পিউটারের ফাইল আকারে ৮। ডিজিটাল কনটেন্ট হলোÑ ক. শব্দ খ. অডিও গ. ভিডিও ঘ. সবকটি সঠিক উত্তর : ঘ. সবকটি ৯। লিখিত তথ্য হলোÑ ক. কাটুর্ন খ সিনেমা গ. ডিজিটাল কনটেন্ট ঘ. অ্যানিমেশন সঠিক উত্তর : গ. ডিজিটাল কনটেন্ট ১০। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোনো ধরনের কনটেন্ট? ক. ই-সেবা খ. কুয়েরি গ. ডিজিটাল কনটেন্ট ঘ. শ্বেতপত্র সঠিক উত্তর : গ. ডিজিটাল কনটেন্ট ১১। অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট? ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. ই-বুক ঘ. পিডিএফ সঠিক উত্তর : খ. ডিজিটাল ১২। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্যইÑ ক. ডিজিটাল কনটেন্ট খ. ডিজিটাল লাইব্রেরি গ. অ্যানিমেশন ঘ. ই-বুক সঠিক উত্তর : ক. ডিজিটাল কনটেন্ট ১৩। প্রধানত কয়টি ভাগে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : গ. ৪ ১৪। নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট? ক. শব্দ খ. টেক্সট গ. গ্রাফিক্স ঘ. ভিডিও সঠিক উত্তর : খ. টেক্সট