নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
প্রকাশ | ১২ জানুয়ারি ২০২২, ০০:০০
আমি কোনো আগুন্তক নই
১৬৩. উদ্দীপক ও উক্ত কবিতায় ফুটে উঠেছে-
র. স্বদেশের প্রাকৃতিক রূপমাধুর্য
রর. কবির ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ
ররর. জন্মভূমির প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
সঠিক উত্তর : গ) র ও ররর
১৬৪. কবি আহসান হাবীব বিকেলকে ক্লান্ত বলেছেন কেন?
ক. মেঘে ঢাকা বলে
খ. খর রৌদ্রের কারণে
গ. কবির সঙ্গে গল্প করে বলে
ঘ. সারা দিনের পথ পরিক্রমায়
উত্তর : ঘ. সারা দিনের পথ পরিক্রমায়
১৬৫. 'নিশিরাইত বাঁশবাগান .... জোনাকি সাক্ষী' শূন্যস্থানে বসবে
ক. বিস্তর খ. শতাধিক
গ. গুটিকয়েক ঘ. একটি
উত্তর : গ. গুটিকয়েক
১৬৬. দেশ মানে শুধু কী নয়?
ক. ভূ-খন্ড খ. জনগোষ্ঠী
গ. চারপাশের প্রকৃতি ঘ. মানচিত্র
উত্তর : ক. ভূ-খন্ড
১৬৭. কবি আহসান হাবীব কোন কলেজে পড়াশোনা করেন?
ক. বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
খ. কারমাইকেল কলেজ, রংপুর
গ. ব্রজমোহন কলেজ, বরিশাল
ঘ. ব্রজলাল কলেজ, খুলনা
উত্তর : গ. ব্রজমোহন কলেজ, বরিশাল
১৬৮. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কিসের ছায়ার কথা বলা হয়েছে?
ক. জ্যোৎস্নার
খ. আসমানের
গ. জামরুলের
ঘ. নিশিন্দার
উত্তর : গ. জামরুলের
১৬৯. কবি আহসান হাবীব কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৫ খ. ১৯১৭
গ. ১৯২৫ ঘ. ১৯২০
উত্তর : খ. ১৯১৭
১৭০. বৈঠায় হাত রাখলে কার পরশ বোঝা যায়?
ক. কবির খ. বৃদ্ধার
গ. বৃদ্ধের ঘ. জমিলার মায়ের
উত্তর : ক. কবির
১৭১. কবি এ গাঁয়ে কী নন?
ক. একা খ. উদ্বাস্তু
গ. নবাগত ঘ. অভ্যাগত
উত্তর : গ. নবাগত
১৭২. 'আমি কোনো আগন্তুক নই' কবিতার রচয়িতা কে?
ক. আহসান হাবীব
খ. আল মাহমুদ
গ. শামসুর রাহমান
ঘ. হুমায়ুন আজাদ
উত্তর : ক. আহসান হাবীব
১৭৩. 'আমি কোনো আগন্তুক নই' কবিতার প্রথম পঙ্ক্তি কোনটি?
ক. আমি কোনো অভ্যাগত নই
খ. আমি কোনো আগন্তুক নই
গ. আসমানের তারা সাক্ষী
ঘ. খোদার কসম আমি কোনো ভিনদেশি পথিক নই
উত্তর : গ. আসমানের তারা সাক্ষী
১৭৪. 'আগন্তুক' শব্দটি 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অতিথি খ. অপরিচিত
গ. নিমন্ত্রিত অতিথি ঘ. বহিরাগত
উত্তর : ঘ. বহিরাগত
১৭৫. 'লাঙল' শব্দটির পরিচয় হিসেবে কোনটির গ্রহণযোগ্যতা আছে?
ক. শুদ্ধ রীতি খ. অশুদ্ধ রীতি
গ. সাধু রীতি গ. চলিত রীতি
উত্তর : গ. সাধু রীতি
১৭৬. কবি এ গাঁয়ে কোন নিয়মে ছিলেন?
ক. স্বাভাবিক খ. নাড়ির টানে
গ. স্বাপ্নিক ঘ. অনিচ্ছায়
উত্তর : গ. স্বাপ্নিক
১৭৭. কবি আহসান হাবীব 'দৈনিক বাংলা' পত্রিকার কোন দায়িত্ব পালন করেন?
ক. সহকারী সম্পাদক
খ. সাহিত্য সম্পাদক
গ. সংবাদ সম্পাদক
ঘ. নির্বাহী সম্পাদক
উত্তর : খ. সাহিত্য সম্পাদক
১৭৮. মাটিতে কার গন্ধ রয়েছে?
ক. কবির
খ. কদম আলীর
গ. জমিলার মায়ের
ঘ. আগন্তুকের
উত্তর : ক. কবির
১৭৯. কদম আলীর চোখে কি ফুটে উঠেছে?
ক. ভয় খ. ক্লান্তি
গ. সাহস ঘ. আশা
উত্তর : খ. ক্লান্তি
১৮০. 'আসমান' শব্দের অর্থ কী?
ক. আকাশ খ. বাতাস
গ. সমান ঘ. বারি
উত্তর : ক. আকাশ
১৮১. চিরল পাতায় কী দেখা যায়?
ক. ফড়িং খ. কুয়াশা
গ. টলমল শিশির ঘ. কৃষকের স্বপ্ন
উত্তর : গ. টলমল শিশির
১৮২. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় জমিলার মাকে কোন শ্রেণির প্রতিনিধি হিসেবে তুলে ধরা হয়েছে?
ক. ধনী খ. সন্তানহীনা
গ. অভাবী ঘ. দেশপ্রেমিক
উত্তর : গ. অভাবী
১৮৩. আহসান হাবীব কার চিরচেনা স্বজন?
ক. পাখির খ. কদম আলীর
গ. জোনাকির ঘ. জমিলার মায়ের
উত্তর : খ. কদম আলীর
১৮৪. 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় ধানের পাতা কেমন?
ক. শ্যামল খ. অমসৃণ
গ. সুচালো ঘ. চিরল
উত্তর : ঘ. চিরল