সপ্তম শ্রেণির পড়াশোনা

বিস্ময়চিহ্ন

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বিরামচিহ্ন ১৩। কোনটিতে এক সেকেন্ড থামতে হয়? ক. কমা খ. দঁাড়ি গ. সেমিকোলন ঘ. হাইফেন সঠিক উত্তর: খ. দঁাড়ি ১৪। বিস্ময়চিহ্ন কোনটি? ক. ? খ. ! গ. “ ” ঘ. ; সঠিক উত্তর: খ. ! ১৫। কোন বিরামচিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়? ক. কমা খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কোলন সঠিক উত্তর: ঘ. কোলন ১৬। কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই? ক. কমা খ. কোলন গ. উদ্ধরণ চিহ্ন ঘ. হাইফেন সঠিক উত্তর: ঘ. হাইফেন ১৭। কোন বিরামচিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই? ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন গ. ইলেক ঘ. কোলন সঠিক উত্তর: গ. ইলেক ১৮। বাক্যে সম্বোধন নম্বরের পরে কোন চিহ্ন বসে? ক. দঁাড়ি খ. হাইফেন গ. কোলন ঘ. কমা সঠিক উত্তর: ঘ. কমা ১৯। বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কোন চিহ্ন বসে? ক. হাইফেন খ. কমা গ. দাঁড়ি ঘ. লোপ চিহ্ন সঠিক উত্তর: খ. কমা ২০। বাক্যের পরিসমাপ্তি বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক. বিস্ময়চিহ্ন খ. পূণের্চ্ছদ গ. সেমিকোলন ঘ. হাইফেন সঠিক উত্তর: খ. পূণের্চ্ছদ ২১। বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে? ক. সেমিকোলন খ. কোলন গ. ড্যাশ ঘ. হাইফেন সঠিক উত্তর: ক. সেমিকোলন ২২। আবেগ প্রকাশের জন্য বাক্যে কোন চিহ্ন বসে? ক. কমা খ. কোলন গ. প্রশ্নবোধক ঘ. বিস্ময়সূচক সঠিক উত্তর: ঘ. বিস্ময়সূচক