রাবিতে নবান্ন উৎসব

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন সমিতির উদ্যোগে নবান্ন উৎসব পালিত হয়েছে। পহেলা অগ্রহায়ণ বাঙালির চিরায়ত উৎসবের দিন, নবান্ন উৎসব। কৃষক ঘরে তোলে নতুন ফসল, অগ্রহায়ণ আর পৌষে বাঙালির ঘরে ঘরে পিঠা-পায়েসের ধুম পড়ে। উৎসবের আমেজ চারপাশে এক সময় গ্রামেই ধুমধামে এ উৎসব উদযাপন করা হতো, এখন শহরেও ছড়িয়ে পড়েছে এর আবহ। এ উপলক্ষে একটি র‌্যালি কৃষি অনুষদের সামনে থেকে বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি শেষ হয়।