ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
ধ্বনিতত্ত্ব ১৪. জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি উত্তর : খ. নিম্ন-স্বরধ্বনি ১৫. জিভ নিম্ন-স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ-স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি উত্তর : ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি ১৬. জিভ উচ্চ-মধ্য স্বরধ্বনির তুলনায় নিচে এবং নিম্ন-স্বরধ্বনি থেকে উপরে উঠে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. উচ্চ-মধ্য স্বরধ্বনি খ. নিম্ন-স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্যস্বরধ্বনি উত্তর : ঘ. নিম্ন-মধ্যস্বরধ্বনি ১৭. ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর : ক. ২ ১৮. স্বরধ্বনি তৈরির সময় হাঁ করার ওপর নির্ভর করে যে স্বরধ্বনিগুলো গঠিত হয়, সেগুলোকে বলে- র. বিবৃত রর. অর্ধ-বিবৃত ররর. সংবৃত নিচের কোনটি ঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ১৯. যে সব স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকৃত হয়, সেই স্বরধ্বনিগুলোকে বলে- ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি উত্তর : ক. গোলাকৃত স্বরধ্বনি ২০. গোলাকৃত স্বরধ্বনি কোনটি? ক. অ খ. আ গ. ই ঘ. এ উত্তর : ক. অ ২১. যে সব স্বরধ্বনির উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কী বলে? ক. গোলাকৃত স্বরধ্বনি খ. অগোলাকৃত স্বরধ্বনি গ. সংবৃত স্বরধ্বনি ঘ. বিবৃত স্বরধ্বনি উত্তর : খ. অগোলাকৃত স্বরধ্বনি ২২. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি? ক. অ খ. আ গ. এ ঘ. ও উত্তর : গ. এ ২৩. বাংলার সব স্বর কী ধরনের? ক. হ্রস্ব খ. দীর্ঘ গ. মাঝামাঝি ঘ. কোনোটি নয় উত্তর : ক. হ্রস্ব