জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলায় ‘সুন্দরবন’-এর আক্ষরিক অথর্ কী? উত্তর: ‘সুন্দর জঙ্গল’ বা ‘সুন্দর বনভ‚মি’। প্রশ্ন: ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের ব্যবহারকারীরা কতটুকু স্বাধীন? উত্তর: আংশিক। প্রশ্ন: বিশ্ব জনসংখ্যা জরিপে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: অষ্টম। প্রশ্ন: সুন্দরবনের অবস্থান কোথায়? উত্তর: গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে বিস্তৃত সুন্দরবন। প্রশ্ন: ২০০৪ সালের বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে মোট কতটি বাঘ আছে? উত্তর: ৪৪০টি। প্রশ্ন: ‘পাগ মাকর্’ কী? উত্তর: পায়ের ছাপ গণনার মাধ্যমে পরিচালিত বাঘশুমারি।