বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
১. পাকস্থলীর পরিপাকগ্রন্থি থেকে নিঃসৃত পরিপাকরসÑ ক. ক্ষারকীয় খ. নিরপেক্ষ গ. অ¤øীয় ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : গ. অ¤øীয় ২. দুধকে জমাটবদ্ধ করে যে এনজাইম Ñ ক. পেপসিন খ. ট্রিপসিন গ. রেনিন ঘ. ল্যাকটেজ সঠিক উত্তর : গ. রেনিন ৩. কোনটি গ্রন্থি নয়? ক. অগ্ন্যাশয় খ. শুক্রাশয় গ. ডিম্বাশয় ঘ. পিত্তাশয় সঠিক উত্তর : ঘ. পিত্তাশয় ৪. অগ্ন্যাশয়ের কোন কোষ গøুকাগন উৎপন্ন করে? ক. আলফা খ. বিটা গ. ডেলটা ঘ. এসাইনার কোষ সঠিক উত্তর : ক. আলফা ৫. কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ নয়? ক. ডিওডেনাম খ. জেজুনাম গ. সিকাম ঘ. ইলিয়াম সঠিক উত্তর : গ. সিকাম ৬. আইলেটস অব ল্যাংগারহ্যান্স বা ল্যাংগারহ্যান্সের দ্বীপ কোথায় থাকে? ক. বৃক্ক খ. যকৃত গ. অগ্ন্যাশয় ঘ. প্লীহা সঠিক উত্তর : গ. অগ্ন্যাশয় ৭. অগ্ন্যাশয় একটিÑ ক. অন্তঃক্ষরা গ্রন্থি খ. বহিঃক্ষরা গ্রন্থি গ. মিশ্রগ্রন্থি ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : গ. মিশ্রগ্রন্থি ৮. স্থায়ী দঁাতের দন্ত সংকেত কোনটি? ক. ও২ঈ১গ২ খ. ও২ঈ১চস২গ৩ গ. ও২ঈ১চস২গ২ ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : খ. ও২ঈ১চস২গ৩ ৯. মানুষের লালাগ্রন্থি Ñ ক. ৩ জোড়া খ. ৩টি গ. ৬ জোড়া ঘ. ২ জোড়া সঠিক উত্তর : ক. ৩ জোড়া ১০. ক্ষুদ্রান্ত্রে পলিপেপটাইড অ্যামাইনো এসিডে পরিণত হয় কার প্রভাবে Ñ ক. ইরেপসিন খ. ট্রিপসিন গ. পেপসিন ঘ. ঐঈষ সঠিক উত্তর : ক. ইরেপসিন ১১. পাকস্থলীর মিউকাস স্তরের ভঁাজকে কী বলে? ক. ভিলাই খ. মাইক্রোভিলাই গ. সিলিয়া ঘ. রুগী সঠিক উত্তর : ঘ. রুগী