গ্রিন ইউনিভাসিির্টতে নবান্ন উৎসব

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
১৫ নভেম্বর গ্রিন ইউনিভাসিির্টর শিক্ষক-শিক্ষাথীর্রা পিঠাপুলি, মুড়ি-মুড়কি আর বাঙালিয়ানা গান-বাজনায় দিনব্যাপী ‘নবান্ন উৎসব-১৪২৫’ উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন উপাচাযর্ অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচাযর্ অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান ক্লাব মডারেটর আব্দুল্লাহ আল হেলাল মাসুম উপস্থিত ছিলেন। উৎসবে দুধপালি, গোলাপ পিঠা, ফুল পিঠা, রসবড়া, ঝিনুক, রসমঞ্জুরিসহ দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা ঠঁাই পায়। উৎসব উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয় উপাচাযর্ ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, সংস্কৃতি শুধু খাওয়া-দাওয়া কিংবা গান-বাজনায় নয়। সংস্কৃতি হলো ব্যক্তির আচরণগত পরিবতর্ন। তাই উদার-নৈতিক সমাজ গড়তে অগ্রাহায়ণের এই দিনে আত্মগঠনের বিষয়টিতেও গুরুত্ব দিতে হবে।