বিষয় :ভূগোল ও পরিবেশ

জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত? উত্তর : ২৬.০১ সেলসিয়াস। প্রশ্ন: বার্ষিক গড় বৃষ্টিপাত কত? উত্তর : ২০৩ সেমি প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর : সিলেট অঞ্চলে। প্রশ্ন: বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়? উত্তর : চার-পঞ্চমাংশ। প্রশ্ন : বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী? উত্তর : উত্তরাঞ্চল প্রশ্ন : বাংলাদেশের কত লোক কৃষি কাজের সঙ্গে জড়িত? উত্তর : ৪৭.৩০% প্রশ্ন : বাংলাদেশে কত প্রকার পাটচাষ হয়? উত্তর : ২ প্রকার। প্রশ্ন : বাংলাদেশের বনভূমির পরিমাণ কত? উত্তর : ১৩ ভাগ প্রশ্ন : শক্তির অন্যতম উৎস কী? উত্তর : কয়লা প্রশ্ন : আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? উত্তর : ২৩টি। প্রশ্ন : শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় কোনটি? উত্তর : প্রাকৃতিক গ্যাস। প্রশ্ন : বর্তমানে কাগজের কল কয়টি আছে? উত্তর : ৬টি। প্রশ্ন : বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি? উত্তর : ৪টি ও ১টি প্রশ্ন : হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক? উত্তর : চীনা প্রশ্ন : তিনি কত সালে বাংলাদেশে আসেন? উত্তর : সপ্তম শতাব্দী। প্রশ্ন : তিনি বাংলাদেশকে কী বলেন? উত্তর : অ ংববঢ়রহম নবধঁঃু বসবৎমরহম ভৎড়স সরংঃং ্‌ ধিঃবৎ. প্রশ্ন : মিটারগেজ কী? উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ। প্রশ্ন : ব্রডগেজ কী? উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।