বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
প্রথম অধ্যায় ১৮। ছিয়াত্তরের মন্বন্তর হয় কত সালে? (ক) ১১৭৬ সালে (খ) ১২৭৬ সালে (গ) ১৩৭৬ সালে (ঘ) ১৪৭৬ সালে। সঠিক উত্তর : (ক) ১১৭৬ সালে ১৯। বাংলায় ইউরোপীয় শক্তির শাসন শুরু হয় কার পতনের মধ্যদিয়ে? (ক) ইসা খাঁর (খ) লক্ষণ সেনের (গ) গোপালের (ঘ) নবাব সিরাজউদ্দৌলার। সঠিক উত্তর : (ঘ) নবাব সিরাজউদ্দৌলার ২০। অবাধে মুক্তমনে জ্ঞানচর্চার ধারা প্রবর্তন করেন- র. ডিরোজিও রর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ররর. রাজা রামমোহন রায় নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (খ) র ও রর ২১। ১৭৯১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (গ) সংস্কৃত কলেজ ২২। ইউরোপে যুগান্তকারী বাণিজ্য কখন শুরু হয়- (ক) ১২শ শতকে (খ) ১৩শ শতকে (গ) ১৪শ শতকে (ঘ) ১৫শ শতকে সঠিক উত্তর: (গ) ১৪শ শতকে ২৩। উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন নিচের কোনটি? (ক) মুদ্রণ যন্ত্র (খ) কলকাতা মাদ্রাসা \হ(গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর : (ক) মুদ্রণ যন্ত্র ২৪। ব্রিটিশরা কত সালে বাংলা প্রদেশকে দ্বিখন্ডিত করার পরিকল্পনা নিয়েছিল? (ক) ১৭৫৩ সালে (খ) ১৮৫৩ সালে (গ) ১৯২১ সালে (ঘ) ১৯৩০সালে সঠিক উত্তর : (খ) ১৮৫৩ সালে ২৫। কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থা চালু করেন? (ক) লর্ড ডালহৌসি (খ) লর্ড ওয়েলেসলি (গ) লর্ড কর্নওয়ালিস (ঘ) লডর্ ক্লাইভ সঠিক উত্তর : (ঘ) লডর্ ক্লাইভ ২৬। ওয়েস্টফালিয়ার চুক্তি হয় কত সালে? (ক) ১৬৪৮ সালে (খ) ১৬৪৯ সালে (গ) ১৬৫০ সালে (ঘ) ১৬৫১ সালে সঠিক উত্তর : (ক) ১৬৪৮ সালে ২৭। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিংস কী প্রতিষ্ঠা করেন? (ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) কলকাতা মাদ্রাসা (গ) সংস্কৃত কলেজ (ঘ) ইংরেজি স্কুল সঠিক উত্তর : (খ) কলকাতা মাদ্রাসা ২৮। ভারতে আসার নৌ-পথ আবিষ্কার করেন- (ক) বখতিয়ার খলজি (খ) লর্ড কর্নওয়ালিশ (গ) শেরশাহ (ঘ) ভাস্কো-দা-গামা সঠিক উত্তর : (ঘ) ভাস্কো-দা-গামা