প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রধান কৃষিজাত ফসলÑ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো প্রশ্ন : ১. মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা কে? উত্তর : মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন : ২. ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল? উত্তর : ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’। প্রশ্ন : ৩. মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর : মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রশ্ন: ৪. আইন অমান্য করলে কী ভোগ করতে হয়? উত্তর : আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। প্রশ্ন : ৫. বাংলাদেশের কত ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নিভর্রশীল? উত্তর : বাংলাদেশের শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নিভর্রশীল। প্রশ্ন ৬. মৌলিক চাহিদা কয়টি? উত্তর: মৌলিক চাহিদা পঁাচটি। যথাÑ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। প্রশ্ন ৭. আবহাওয়া কাকে বলে? উত্তর : কোনো স্থানের ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। প্রশ্ন ৮. মানবাধিকার কী? উত্তর : মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারই হলো মানবাধিকার। প্রশ্ন ৯. অটিজম কী? উত্তর : অটিজম একটি বিকাশগত সমস্যা। প্রশ্ন ১০. গণতান্ত্রিক মনোভাব কাকে বলে? উত্তর : অধিকাংশের মতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা এবং সে সিদ্ধান্তকে সম্মান করাকেই গণতান্ত্রিক মনোভাব বলে। প্রশ্ন ১১. নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? উত্তর : বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। প্রশ্ন ১২. গারো সমাজ কোন ধরনের? উত্তর : গারো সমাজ মাতৃতান্ত্রিক। প্রশ্ন ১৩. বহিবির্শ্ব কাকে বলে? উত্তর : নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে বহিবির্শ্ব বলে। প্রশ্ন : ১৪. বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল কী? উত্তর : বাংলাদেশের প্রধান কৃষিজাত ফসল ধান।