জা না র আ ছে অ নে ক কি ছু

দীঘর্তম ফ্লাইওভারÑ

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বাংলাদেশের দীঘর্তম ফ্লাইওভার কোনটি? উত্তর: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। প্রশ্ন: রাজনীতিতে নারীদের মতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? উত্তর: অষ্টম। প্রশ্ন: জাতীয় সংসদে ‘ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আইন ২০১৩’ কবে পাস হয়? উত্তর: ১৮ সেপ্টেম্বর ২০১৩। প্রশ্ন: দেশে অনুমোদিত প্রথম থানা কোনটি? উত্তর: পাবনা জেলার আমিনপুর। প্রশ্ন: নিরস্ত্রীকরণে দক্ষিণ এশিয়ার পথিকৃৎ কোন দেশ? উত্তর: বাংলাদেশ। প্রশ্ন: দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবির্নম্ন কোন বিভাগে এবং কত? উত্তর: বরিশাল বিভাগে; ০.১৮%। প্রশ্ন: ‘ম্যাগনেটাইট’ কী? উত্তর: চুম্বকজাতীয় একটি খনিজ পদাথর্, যার মধ্যে ‘আয়রন ডাইঅক্সাইড’ থাকে। প্রশ্ন: বাংলাদেশে প্রথম লোহার খনি কোথায় পাওয়া গেছে? উত্তর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মশিদপুর গ্রামে। প্রশ্ন: ‘রচধফ অরৎ’ কী? উত্তর: অ্যাপলের সবের্শষ ট্যাবলেট কম্পিউটার। প্রশ্ন: ইন্টারনেটের সবোর্চ্চ গতির দেশ কোনটি? উত্তর: হংকং; দ্বিতীয় দক্ষিণ কোরিয়া। প্রশ্ন: বিশ্বের বিস্তীণর্ উচ্চগতিসম্পন্ন রেলপথের শীষর্ দেশ কোনটি? উত্তর: চীন; দ্বিতীয় স্পেন। প্রশ্ন: যুক্তরাষ্ট্রের অথর্বছরের সময়কাল কত? উত্তর: ১ অক্টোবর-৩০ সেপ্টেম্বর। প্রশ্ন : মিসরের ‘মুসলিম ব্রাদারহুড’ পরিচালিত পত্রিকার নাম কী? উত্তর: দৈনিক ফ্রিডম অ্যান্ড জাস্টিস।