বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি জীববিজ্ঞান

প্রিয় শিক্ষাথীর্, চলছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

আহসান হাবীব, প্রভাষক সিটি ইউনিভাসিির্ট, ঢাকা
১২. গ্যাস্ট্রিক রস কিসের প্রভাবে নিঃসৃত হয়? ক. এনজাইম খ. ঐঈষ গ. গ্যাস্ট্রিন হরমোন ঘ. কাইম সঠিক উত্তর : গ. গ্যাস্ট্রিন হরমোন ১৩. মানবদেহের ক্ষুদ্রতম ও দীঘর্তম অস্থি যথাক্রমে Ñ ক. ম্যাক্সিলা, স্টেপিস খ. ন্যাসাল, ফিমার গ. স্টেপিস, ফিমার ঘ. ফিমার, স্টেপিস সঠিক উত্তর : গ. স্টেপিস, ফিমার ১৪. অস্থিসন্ধি প্রধানত Ñ ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার সঠিক উত্তর : খ. ৩ প্রকার ১৫. কঙ্কালতন্ত্রের কাজ নয় কোনটি? ক. শ্বসন ও শ্রবণ খ. চলাচল গ. ভারসাম্য রক্ষা ঘ. লোহিত রক্তকণিকা উৎপাদন সঠিক উত্তর : ক. শ্বসন ও শ্রবণ ১৬. ভাসমান পশুর্কা যথাক্রমে Ñ ক. ১১ ও ১২তম খ. ১ম ও ২য় গ. ৮ম ও ৯ম ঘ. ৯ম ও ১০ম সঠিক উত্তর : ক. ১১ ও ১২তম ১৭. উপাঙ্গীয় কঙ্কালের উদাহরণ নয় Ñ ক. বক্ষ অস্থিচক্র খ. শ্রোণীচক্র গ. বক্ষপিঞ্জর ঘ. উধ্বার্ঙ্গ সঠিক উত্তর : গ. বক্ষপিঞ্জর ১৮. গেøনয়েড গহŸর কোথায় থাকে? ক. অগ্রপদে খ. পশ্চাৎপদে গ. শ্রোণীচক্রে ঘ. আদশর্ কশেরুকায় সঠিক উত্তর : ক. অগ্রপদে ১৯. ফিমার কোন অস্থিটিকে বলা হয়? ক. বাহুর অস্থি খ. হাতের অস্থি গ. উরুর অস্থি ঘ. পায়ের অস্থি সঠিক উত্তর : গ. উরুর অস্থি ২০. হিউমেরাস কোন অস্থিটিকে বলা হয় Ñ ক. অগ্রপদের অস্থি খ. হাতের অস্থি গ. বাহুর অস্থি ঘ. পায়ের অস্থি সঠিক উত্তর : গ. বাহুর অস্থি ২১. আরশোলার ইংগøুভিয়াল গ্যাংলিয়ন কোনটির পৃষ্ঠে থাকে? ক. ক্রপ খ. গিজাডর্ গ. মস্তিষ্ক ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : ক. ক্রপ ২২. কীটপতঙ্গের (আরশোলার) প্রধান রেচন অঙ্গ কী? ক. বৃক্ক খ. নেফ্রিডিয়া গ. মালপিজিয়ান টিবিউলস ঘ. চবির্ সঠিক উত্তর : গ. মালপিজিয়ান টিবিউলস ২৩. কোনো বিশেষ অঙ্গের সাহায্যে পুং তেলাপোকাকে স্ত্রী তেলাপোকা থেকে পৃথক করা যায়? ক. অ্যানাল স্টাইল খ. মুখপাঙ্গ গ. সারকাম ঘ. বহিঃত্বক সঠিক উত্তর : ক. অ্যানাল স্টাইল